শিরোনাম
রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

তিস্তা ঘিরে সরকারের রয়েছে মহাপরিকল্পনা : শামীম

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, তিস্তা ঘিরে মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এই প্রকল্প বাস্তবায়ন হলে বন্যা-খরার মতো দুর্যোগ মোকাবিলাসহ পাল্টে যাবে তিস্তা তীরের লাখো মানুষের আর্থ-সামাজিক অবস্থা। প্রকল্পের আওতায় নদীর দুই পাড়ে গাইড বাঁধ নির্মাণসহ গড়ে উঠবে আধুনিক শহর ও পর্যটন কেন্দ্র। গত শুক্রবার দিনব্যাপী নীলফামারীর কিশোরগঞ্জে তিস্তা সেচ প্রকল্প উদ্বোধন এবং লালমনিরহাটে তিস্তা ব্যারাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এনামুল হক শামীম আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সব সময় উত্তরবঙ্গকে বেশি গুরুত্ব দেন। তাঁর হাত ধরেই দেশের স্বার্থ অক্ষুণœ রেখে গঙ্গা চুক্তি হয়েছে। তিস্তা চুক্তিও হবে ইনশাআল্লাহ। এ সময় উপমন্ত্রীর সঙ্গে ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চল প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুর রহমান প্রমুখ।   -প্রতিদিন ডেস্ক

দুই সন্তানের পর চলে গেলেন দগ্ধ বাবাও

মুন্সীগঞ্জ সদর উপজেলার একটি বাসায় বিস্ফোরণে দগ্ধ দুই শিশুর পর তাদের বাবারও মৃত্যু হয়েছে। গতকাল সকালে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। নিহতের নাম কাউসার খান (৪২)। গত বৃহস্পতিবার রাতে একই হাসপাতালে মারা যায় কাউসারের দুই শিশুসন্তান ইয়াসিন খান (৬) ও নহর খান (৩)। একই ঘটনায় দগ্ধ হয়ে কাউসারের স্ত্রী শান্তা বেগম (৩৮) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন আইউব হোসেন জানান, পরিবারের চার সদস্য বৃহস্পতিবার দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। এরই মধ্যে তিনজন মারা গেছেন। চিকিৎসাধীন আরেকজনের অবস্থাও আশঙ্কাজনক। উল্লেখ্য, বৃহস্পতিবার ভোররাতে মুন্সীগঞ্জ সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকার একটি বাসায় গ্যাস থেকে বিস্ফোরণ ঘটলে একই পরিবারের চারজন দগ্ধ হন।            -মুন্সীগঞ্জ প্রতিনিধি

অন্তঃসত্ত্বাকে মারধর, সন্ত্রাসী গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অন্তঃসত্ত্বা নারীর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় অভিযুক্ত শুক্কুর আলীকে (৩২) গ্রেফতার করেছে পূর্ব থানা পুলিশ। মামলা সূত্রে জানা যায়, ঝুট ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাশেদ চৌধুরী ও ইমরানের সঙ্গে তার বিরোধ চলছিল। এর জেরে শুক্কুরের নেতৃত্বে একদল সন্ত্রাসী শুক্রবার রাশেদের শ্বশুর বাড়িতে হামলা চালায়। এতে তার ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মুন্নি আহত হন। এ ঘটনায় ওই রাতেই রাশেদ বাদি হয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযুক্ত শুক্কুরকে গ্রেফতার করেছে। টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ বলেন, গতকাল ৭ দিনের রিমান্ড আবেদন করে শুক্কুরকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।         -টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর