শিরোনাম
রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

উত্তপ্ত আনন্দ মোহন কলেজ, হল বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি

আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের ইউনিটকে জেলার অধীনস্থ ঘোষণাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। কেন্দ্রীয় ছাত্রলীগের এ ঘোষণার পর গতকাল মহানগর ও জেলা ছাত্রলীগের অনুসারীদের মধ্যে উত্তেজনা, ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ এবং হাতাহাতির ঘটনাও ঘটেছে। এর জেরে গতকাল সন্ধ্যায় কলেজ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য আবাসিক হল বন্ধের ঘোষণা দেয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর আমান উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছাত্রছাত্রীদের হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়। 

জানা গেছে, শুক্রবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের ইউনিটটি জেলা শাখা ছাত্রলীগের অন্তর্ভুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করে। এর প্রতিবাদে গতকাল সকালে ছাত্রলীগের একটি অংশ ক্যাম্পাসে অবস্থান নেয় এবং কলেজ শাখা মহানগর শাখায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে স্লোগান দিতে থাকে। দুপুর ছাত্রলীগের আরেকটি অংশ হঠাৎ দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং হাতাহাতির ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বলেন,  বর্তমানে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ খবর