সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

শ্রীমঙ্গলে স্মৃতিসৌধ হচ্ছে ‘জয় বাংলা বধ্যভূমিতে’

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

শ্রীমঙ্গলে স্মৃতিসৌধ হচ্ছে ‘জয় বাংলা বধ্যভূমিতে’

দীর্ঘ ৫০ বছর পর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাজঘাট ইউনিয়নের সিঁন্দুরখান চা বাগানে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ‘জয় বাংলা বধ্যভূমিতে’ স্মৃতিসৌধ নির্মাণ করা হবে। সোমবার এই বধ্যভূমি পরিদর্শন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের কর্মকর্তারা স্মৃতিসৌধ নির্মাণে স্থান নির্ধারণ ও ভূমি জরিপ করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাক হানাদার বাহিনী এ উপজেলার নিরস্ত্র বাঙালিদের ধরে এনে এই বধ্যভূমিতে হত্যা করত। বহুদিন ধরে স্থানীয় মুক্তিযোদ্ধারা এই বধ্যভূমিটি সংরক্ষণের দাবি করে আসছেন। সম্প্রতি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এই বধ্যভূমি সংস্কার ও একটি নান্দনিক স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ নেয়। পরিদর্শনকালে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, ‘জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ স্থানীয় মুক্তিযোদ্ধাদের নিয়ে আমরা এখানে এসেছি জায়গাটি চিহ্নিত করতে। এর সঙ্গে আমাদের অনেক আবেগ জড়িয়ে আছে। যে কারণে দেরিতে হলেও এখানে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি সম্মানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর এ সৌধ নির্মাণ কাজ বাস্তবায়ন করবে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কুমুদ রঞ্জন দেব বলেন, সিঁন্দুরখান বাজারের পাশে বর্তমান বিজিবির ক্যাম্পই ’৭১ সালে পাক হানাদার বাহিনী ক্যাম্প হিসেবে ব্যবহার করত। তারা নিরস্ত্র বাঙালিদের ধরে এনে মাঠে নির্যাতন ও হত্যা করে পাশের একটি পুকুরে ফেলে দিত। তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর পুকুরটি থেকে ৪ বস্তা মানুষের মাথার খুলি ও হাড় উদ্ধার করে মুক্তিযুদ্ধ জাদুঘরে পাঠিয়ে দেওয়া হয়। স্বাধীনতার ৫০ বছর পর হলেও শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মানে এখানে একটি সৌধ নির্মাণ হচ্ছে এতে আমরা আনন্দিত।

 

সর্বশেষ খবর