সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

বগুড়ায় হৃদ রোগীদের স্টেনটিং কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় হৃদ রোগীদের স্টেনটিং কার্যক্রম শুরু

দুজন হার্টের রোগীকে রিং পরানোর মধ্য দিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হার্টের রোগীদের স্টেনটিং বা রিং পরানো কার্যক্রম শুরু হয়েছে। এত দিন ওই হাসপাতালে শুধু এনজিওগ্রাম করা হলেও এনজিওপ্লাস্টিং বা স্টেনটিং করা  হতো না। রিং পরানোর কার্যক্রম শুরুর মাধ্যমে বগুড়াসহ আশপাশের জেলাগুলোর রোগীরা স্বল্প খরচে শজিমেক হাসপাতালে চিকিৎসার সুযোগ পাবেন। গত শনিবার সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মীর জামাল উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন। উদ্বোধনের পরই তার নেতৃত্বে ১৩ সদস্যর টিম বগুড়ায় হার্টে রিং পরানোর কাজ শুরু করেন। এ সময় শজিমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মহসীন, শজিমেক অধ্যক্ষ প্রফেসর ডা. রেজাউল আলম জুয়েল, হাসপাতালের উপ-পরিচালক ডা. আবদুল ওয়াদুদ, কার্ডিওলজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা. শেখ মো. শহিদুল হক। গত শনিবার এই হাসপাতালে আবার রিং পরানো শুরু হওয়ায় এ জেলাসহ আশপাশের বিভিন্ন জেলার রোগীরা স্বল্প খরচে স্বল্প সময়ে হৃদরোগের সেবা পাবেন বলে জানা গেছে।

শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. আবদুল ওয়াদুদ জানান, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মীর জামাল উদ্দিনের নেতৃত্বে হাসপাতালে স্টেনটিং বা রিং পরানো কার্যক্রম শুরু হলো।

সর্বশেষ খবর