সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ট্রাক্টর উল্টে বাবা-ছেলে নিহত

বিভিন্ন স্থানে আরও পাঁচজনের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

ট্রাক্টর উল্টে বাবা-ছেলে নিহত

পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ সাতজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর- ফরিদপুর : সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ মেছের ডাঙ্গী গ্রামে শনিবার রাতে ট্রাক্টর উল্টে খাদের পানিতে পড়ে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- বাদশা কান্দি গ্রামের মোফাজ্জল বাদশা (৪০) ও তার ছেলে জাহিদুল ইসলাম (১৩)। কুমিল্লা : গতকাল কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বারের ট্রাক্টর উল্টে নিহত হয়েছেন তারু মোল্লা (৫৫) নামের এক শ্রমিক। নোয়াখালী : বেগমগঞ্জের চৌরাস্তা কালাপোল এলাকায় শনিবার সন্ধ্যায় ট্যাংকারের ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ফাতেমা বেগম (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ফাতেমা নোয়াখালী সদর উপজেলার জাহের সুমনের স্ত্রী। নেত্রকোনা : নেত্রকোনা আন্তজেলা বাস টার্মিনালের ভিতরেই বাস চাপায় খোরশেদ আলম (৪০) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। দিনাজপুর : দিনাজপুর শহরের জোড়া ব্রিজ এলাকায় সকালে ট্রাক চাপায় আসাদুল ইসলাম (৪৫) নামে ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। তার বাড়ি রাজশাহী সদর উপজেলায়। টঙ্গী (গাজীপুর) : শনিবার রাতে টঙ্গী সিলমুন এলাকায় সিএনজি’র লোহার সঙ্গে ওড়না পেঁচিয়ে মহাসড়কে পড়ে গিয়ে বালিকা (২৪) নামে এক পোশাক কর্মীর মৃত্যু হয়েছে। নিহত বালিকা দিনাজপুর জেলার আবদুল হালিমের স্ত্রী।

সর্বশেষ খবর