সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

শেখ হাসিনার হাতেই তিস্তা চুক্তি হবে : শামীম

নিজস্ব প্রতিবেদক, রংপুর

পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা নদীর পানি বন্টনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাত ধরে গঙ্গা চুক্তি হয়েছে। ছিটমহল সমস্যার সমাধান হয়েছে। তিস্তা চুক্তিও হবে ইনশাআল্লাহ। গতকাল রংপুরের বেগম রোকেয়া মিলনায়তনে আঞ্চলিক চর সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, শামীম হায়দার পাটোয়ারী এমপি, জার্মানির চিফ অব পার্টি মার্ক নসব্যাক প্রমুখ।

শামীম বলেন, স্যাটেলাইট শহর ও পর্যটন কেন্দ্র গড়ে তোলারসহ খনন করা হবে তিস্তা নদী ও চর। ফলে প্রতি বছর ২০ হাজার কোটি টাকার ফসল উৎপাদনের পাশাপাশি ভাঙন থেকে রক্ষা পাবে হাজার হাজার বাড়িঘর। এই অঞ্চলে ফসলের যাতে বাম্পার ফলন হয় সেজন্য কাজ করছে সরকার। এই প্রকল্প বাস্তবায়ন হলে মানুষের আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নতি হবে। পরে রংপুর পাউবোর বিভিন্ন দফতর ও আবাসিক ভবন পরিদর্শন করেন এবং তাদের খোঁজখবর নেন উপমন্ত্রী।

সর্বশেষ খবর