মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

হোল্ডিং ট্যাক্স বকেয়া ৮ প্রতিষ্ঠান সিলগালা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

দীর্ঘদিন ধরে হোল্ডিং ট্যাক্স পরিশোধ না করা ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে নগরীতে আটটি প্রতিষ্ঠানকে সিলগালা করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। গতকাল সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান খানের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানগুলো সিলগালা করা হয়। সিলগালা করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- নগরীর মদিনা পান ভান্ডার, কুতুবউদ্দিন পানের আড়ত, সমতা পান ভান্ডার, জেন্টস পারলার ও একটি ফাস্ট ফুডের দোকানসহ আরও তিনটি। নির্বাহী ম্যাজিট্রেট আরও জানান, অভিযানকালে কয়েকটি প্রতিষ্ঠান সিলগালা ও চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৬০ হাজার ৫০ টাকা বকেয়া ট্যাক্স আদায় করা হয়। হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের ফি আদায়ে এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সর্বশেষ খবর