মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

তিন ফসলি জমিতে বালু ভরাটের প্রতিবাদ

বাগেরহাট প্রতিনিধি

তিন ফসলি কৃষিজমি নষ্ট করে বালু ভরাটের পরিকল্পনা দেশের চলমান উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করবে। কৃষিজমি, নদ-নদী, বনভূমি-জলাশয় ও পাহাড় এবং জীববৈচিত্র্য নষ্ট করে উন্নয়ন কর্মকান্ড আবশ্যক ও টেকসই কোনোটাই না। জনবান্ধব ও পরিবেশবান্ধব টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকারকে আন্তরিক হতে হবে। গতকাল বিকালে বন্দরের অপর পাড়ে বাণীশান্তা বাজারে মোংলা বন্দর চ্যানেলের ড্রেজিংয়ে কৃষিজমি নষ্ট করে বালু ভরাটের সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও বাণীশান্তা ইউনিয়ন কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বাপা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ জামিল এ কথা বলেন। বাপা মোংলা ও সুন্দরবন অঞ্চলের আহ্বায়ক মো. নূর আলম শেখের সভাপতিত্বে জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাণীশান্তা ইউপি চেয়ারম্যান সুদেব রায়, যুব বাপার কেন্দ্রীয় কমিটির সদস্য দেওয়ান নূরতাজ আলম, বাণীশান্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিমল রপ্তান, সিপিবি খুলনা জেলার সাধারণ সম্পাদক রুহুল আমীন, কৃষক নেতা কিশোর রায় প্রমুখ। জনসভায় বাণীশান্তা ইউনিয়ন কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির নেতারা বলেন, তিন ফসলি কৃষিজমির ওপর নির্ভর করে আমাদের জীবন-জীবিকা চলে। তাই জীবন দেব তারপরও কৃষিজমিতে বালু ফেলতে দেব না। জনসভায় বাণীশান্তা ইউনিয়নের সহস্রাধিক কৃষক উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর