মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে ৭২ ঘণ্টার আলটিমেটাম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নির্বাচনী ব্যানার-ফেস্টুন অপসারণে ৭২ ঘণ্টার আলটিমেটাম

আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীরা শুভেচ্ছা ও নির্বাচনী সালাম জানিয়ে ব্যানার-ফেস্টুন ও পোস্টার লাগিয়েছেন। শহরের অলিগলি ছেয়ে গেছে পোস্টার-ব্যানারে। যদিও নির্বাচনী প্রচার-প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে পোস্টার ও ব্যানার লাগানো আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এরই পরিপ্রেক্ষিতে সিটি নির্বাচনকে কেন্দ্র করে লাগানো সব পোস্টার-ব্যানার-ফেস্টুন অপসারণের জন্য ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন জেলা নির্বাচনী কর্মকর্তা মতিউর রহমান। গতকাল সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। মতিউর রহমান বলেন, অনেক জায়গায়ই সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের আকর্ষণের জন্য শুভেচ্ছা জানিয়ে ব্যানার-ফেসন্টুন-পোস্টার লাগিয়েছেন। আমরা তাদের ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছি। তিনি আরও বলেন, আগামীকাল থেকে পোস্টার-ব্যানার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে। অনেকে এরই মধ্যে নিজ দায়িত্বে পোস্টার সরিয়ে ফেলছেন বা ফেলবেন বলে জানিয়েছেন। যারা আচরণবিধি মানবেন না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর