বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ক্ষতিগ্রস্ত চলনবিল পুনরুদ্ধারে শতবর্ষী পরিকল্পনা

নাটোর প্রতিনিধি

ক্ষতিগ্রস্ত চলনবিল পুনরুদ্ধারে শতবর্ষী পরিকল্পনা

পরিকল্পনা কমিশনের অর্থনীতি বিভাগের অতিরিক্ত সচিব ও নেদারল্যান্ডস দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা নাটোরের গুরুদাসপুরের বিভিন্ন পর্যায়ের নেতৃস্থানীয়দের সঙ্গে চলনবিলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা করেছেন। গতকাল দুপুরে উপজেলার চলনবিল অধ্যুষিত বিলসা স্বর্ণদ্বীপ কফি হাউজে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড ওই মতবিনিময় সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেন। মতবিনিময় সভায় অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলামসহ নেদারল্যান্ডসের প্রতিনিধি মার্টিন, মরিস বচম্যান, আর্নাল, মিস রোজ ও লায়লা বক্তব্য রাখেন। এছাড়া বাংলাদেশ ডেল্টা প্ল্যান প্রকল্পের ডেপুটি ডিরেক্টর মির্জা মহিউদ্দীন, গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, বন বিভাগের কর্মকর্তা ড. আবদুুল আউয়াল, নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপকারভোগীরা ওই সভায় অংশ নেন। বক্তারা বলেন, চলনবিলকে ডেল্টা প্ল্যান প্রকল্পের আওতায় নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত চলনবিলকে পুনরুদ্ধারের জন্য ১০০ বছরের পরিকল্পনায় ৮০টি প্ল্যান গ্রহণ করা হয়েছে। এর মধ্যে স্থায়ী পানি ব্যবস্থাপনা, রেস্টুরেন্ট রেহ্যাবিলিটেশন, ওয়াটার ট্যাক্সি সার্ভিস, ফ্লোটিং ভিলেজ, কৃষি শিল্পের মানোন্নয়ন, উন্নত স্যানিটেশন, ফিসল্যান্ডিং সেন্টার, খাল খনন, বনায়ন ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়া চলনবিল ঘিরে থাকছে ট্র্যরিস্ট বাস। এসব বাস সিঙ্গাপুর ও দুবাই শহরের মতো সার্ভিস গড়ে তোলা হবে। এসব বাস্তবায়িত হলে দেশের পর্যটন খাতে চলনবিল হবে নতুন সংযোজন। এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ খবর