বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

বিয়েতে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে অপহরণ

চকরিয়ার কোনাখালী ইউনিয়নে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। সোমবার স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে বখাটেরা তাকে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায়। এ বিষয়ে গতকাল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ছাত্রীর মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগসূত্রে জানা যায়, ওই ছাত্রীকে স্কুলে আসা-যাওয়ার পথে স্থানীয় যুবক সালাহউদ্দিন বিয়ের প্রস্তাবসহ উত্ত্যক্ত করত। সোমবার স্কুল থেকে ফেরার পথে সালাহউদ্দিনের নেতৃত্বে দু-তিন জন মেয়েটিকে তুলে নিয়ে যায়। চকরিয়া থানার ওসি ওসমান গণি জানান, ছাত্রীকে উদ্ধারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

-চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

 

কানাডা প্রতিনিধি দলের বারি পরিদর্শন

কানাডার তিন সদস্যের প্রতিনিধি দল গতকাল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছে। প্রতিনিধি দলে ছিলেন ইউনিভার্সিটি অব সাচকাচুয়ান কানাডার গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির বঙ্গবন্ধু রিসার্চ চেয়ার ইন ফুড সিকিউরিটি এনড্রিও শার্প, সাস্কাটুন কানাডার ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের রিসার্চ সায়েন্টিস্ট পঙ্কজ ভৌমিক, ইউনিভার্সিটি অব সাচকাচুয়ান কানাডার গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট ম্যানেজার হাসান পারভেজ আহমেদ। বারি মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের উপস্থিতিতে তাঁর কার্যালয়ে বারির বিজ্ঞানীদের সঙ্গে প্রতিনিধি দল ভবিষ্যতে গবেষণার পরিকল্পনাবিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন ড. আবদুল্লাহ ইউছুফ আকন্দ, হাফিজুল হক খান, মুস্তাফিজুর রহমান প্রমুখ। অতিথিরা বারির বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন।

-গাজীপুর প্রতিনিধি

 

শিমুলিয়া-মাঝিরঘাট নৌরুটে সফল ফেরি চলাচল

মুন্সীগঞ্জের শিমুলিয়া ও শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাট নৌপথে আবারও পরীক্ষামূলক ফেরি চালানো হয়েছে। গতকাল সকালে ৩৩টি ছোট যানবাহন নিয়ে শিমুলিয়া থেকে মাঝিরঘাটের উদ্দেশে ছেড়ে আসে ফেরি ‘কুঞ্জলতা’। যানবাহন নামিয়ে ফেরিটি আবার শিমুলিয়া ফিরে যায়। যাওয়া-আসার সময় ফেরিটি কোথাও নাব্য সংকটে পড়েনি। সফলভাবে ফেরি চলায় দ্রুততম সময়ের মধ্যে এ রুটে সার্বক্ষণিক ফেরি চালানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। বিআইডব্লিউটিসির সহকারী উপমহাব্যবস্থাপক আহম্মেদ আলী বলেন, পরীক্ষামূলক ফেরি চলাচল সফলভাবে সম্পন্ন হয়েছে। এ মুহূর্তে নাব্য সংকট পাওয়া যায়নি। বিষয়টি ঊর্ধ্বতনদের জানানো হয়েছে। উল্লেখ্য, মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌপথে ১৮ আগস্ট থেকে ওই রুটে ফেরি চলাচল বন্ধ থাকে।  

-শরীয়তপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর