শিরোনাম
বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

হিলিতে সবজির দামে স্বস্তি সাধারণ মানুষের মুখে হাসি

হিলি প্রতিনিধি

হিলিতে সবজির দামে স্বস্তি সাধারণ মানুষের মুখে হাসি

দিনাজপুরের হিলিতে সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে সব ধরনের শীতকালীন সবজির দাম অর্ধেকের নিচে নেমে এসেছে। এদিকে সবজির দাম কমায় স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের খেটে খাওয়া দিনমজুর মানুষজনের মাঝে। দাম এমন থাকলে সুবিধা বলে দাবি করেছেন তারা। অপর দিকে সরবরাহ এমন থাকলে দাম আরও কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল সরেজমিন হিলির কাঁচাবাজার ঘুরে  দেখা গেছে, বাজারের সব দোকানেই শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। সরবরাহ বাড়ায় দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রয়েছে। বেগুন গত সপ্তাহে ২০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ১০ টাকা কেজি বিক্রি হচ্ছে। গাজর গত সপ্তাহে ৫০ টাকা কেজি বিক্রি হলেও বর্তমানে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। শিম ৫০ টাকা কেজি বিক্রি হলেও বর্তমানে তা ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কিছু দিন আগেও সিম ৮০ থেকে ১০০ টাকায় ছিল। ফুলকপি আগে ৪০ টাকা কেজি বিক্রি হলেও বর্তমানে তা কমে ২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাঁধাকপি আগে ২০ টাকা কেজি বিক্রি হলেও বর্তমানে তা ১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যা প্রথম দিকে ৪০ টাকার ওপরে বিক্রি হয়েছিল। মুলা আগে ২০ টাকা কেজি বিক্রি হলেও বর্তমানে তা কমে ১০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কাঁচামরিচ গত সপ্তাহে ৩০ টাকা বিক্রি হলেও বর্তমানে তা কমে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। নতুন আলু ৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা প্রথমের দিকে ১০০ থেকে ১২০ টাকা ছিল পরে তা কমে ৮০ টাকায় নেমেছিল। পুরাতন আলু আগের মতো একই দামে ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ বাজারে সবজি কিনতে আসা খালেদ হোসেন বলেন, বাজারে সব ধরনের সবজির দাম কমতির দিকে। এতে করে আমাদের মতো নিম্ন আয়ের মানুষজনের সুবিধা হয়েছে। দাম কমের কারণে শীতকালীন বিভিন্ন সবজি কিনে খেতে পারছি। প্রথমের দিকে যে অবস্থা তাতে করে আমাদের মতো মানুষদের সবজি কিনে খাওয়া অসম্ভব ব্যাপার ছিল। কোনো সবজির দাম ৫০ টাকার নিচে ছিল না বিশেষ করে নতুন আলু ও শিমের দাম ছিল আকাশচুম্বী। এখন সেই অবস্থা কেটে গেছে। দাম কমে গেছে যার কারণে সবজি যেমন কিনে খেতে পারছি তেমনি পরিমাণও একটু বেশি নিচ্ছি। বাজারে সবজি কিনতে গিয়ে শিউলি আকতার বলেন, গত সপ্তাহে যে দামে সবজি কিনেছি তা থেকে এ সপ্তাহে সবজির দামে রাত দিন পার্থক্য। দাম কমে অর্ধেকে নেমেছে। আগে তো দাম বৃদ্ধির কারণে আমাদের ব্যয়ভার মেটানো অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছিল। এখন সেই অবস্থা থেকে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। সবজির দাম কমায় এখন অনেকটা আমাদের হাতের নাগালের মধ্যে চলে এসেছে। এতে করে ব্যয়ভার কমতে শুরু করেছে। সবজির দাম যদি এমন থাকে তাহলে আমাদের জন্য সুবিধা হয়, আমরা চাই সব সময় সবজির দাম আমাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকুক। হিলি বাজারের সবজি বিক্রেতা বিপ্লব হোসেন বলেন, গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে শীতকালীন সব ধরনের সবজির দাম অর্ধেকের নিচে নেমেছে। এর প্রধান কারণ হলো মৌসুমের শুরুর দিকে সব মোকামে শীতকালীন সবজি না ওঠার কারণে দু-একটি জায়গার সবজি বাজারে আসছিল যার কারণে সরবরাহ কম থাকায় দাম বাড়তির দিকে ছিল।

সর্বশেষ খবর