বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

আক্রান্ত এলাকায় গরু বিক্রির হিড়িক

অজ্ঞাত রোগের প্রকোপ

দিনাজপুর প্রতিনিধি

আক্রান্ত এলাকায় গরু বিক্রির হিড়িক

দিনাজপুরের ফুলবাড়ীতে আলোচিত অজ্ঞাত কারণে গরু মারা যাওয়ার ঘটনায় ক্ষতির মুখ থেকে বাঁচতে স্বল্পমূল্যে গরু বিক্রি করছেন স্থানীয় কৃষক ও খামারিরা। প্রতিদিনই আক্রান্ত হয়ে মারা যাচ্ছে ওই এলাকার গরু। এরই মধ্যে ২৮টি গরু মারা যাওয়ার ঘটনা ঘটেছে বলে জানায় স্থানীয়রা। দেরিতে হলেও প্রাণিসম্পদ কর্মকর্তারা নড়েচড়ে উঠেছেন। গরুর মৃত্যুর ঘটনায় ফুলবাড়ীতে দুটি বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে। তারা এলাকাবাসীকে সতর্ককরণসহ রহস্য উদঘাটনে কাজ করছেন। ওই টিম প্রাথমিকভাবে ধারণা করছেন লেড বিষক্রিয়ার কারণেই ওই গরুগুলোর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, ফুলবাড়ীর আলাদীপুর ইউপির বাসুদেবপুর, সূর্যপাড়া গ্রাম এবং বেতদীঘি ইউপির নন্দলালপুর, মহেশপুর গ্রামের আবাদী জমির মাঝখানে ফুলবাড়ী-মাদিলাহাট সড়কের পাশে পাকড়ডাঙ্গা স্থানে আক্তারুল ইসলাম নামে এক ব্যক্তি একটি ব্যাটারি কারখানা করে। আশপাশের জমিতে ওই কারখানার বর্জ্যরে বিষক্রিয়া যুক্ত সিসা ছড়িয়ে পড়ায় সেই জমিগুলোর ঘাস-খড় খেয়ে মৃত্যু ঘটছে গরুগুলোর। এলাকায় গরু মারা যাওয়ার ঘটনাটি ছড়িয়ে পড়লে ওইস্থান থেকে তড়িঘড়ি করে সরিয়ে নেওয়া হয় কারখানাটি। তবে ওই স্থানে এখনো ছড়িয়ে রয়েছে ব্যাটারির বিষাক্ত বর্জ্যসহ ঝাঁজালো গন্ধ। আক্রান্ত গরুর মৃত্যু ছড়িয়ে পড়ায় বাসুদেবপুর, সূর্যপাড়া গ্রামের গৃহস্থ-কৃষকরা ক্ষতি থেকে বাঁচতে বাধ্য হয়ে বিক্রি করছেন গরু। গত এক সপ্তাহে আক্রান্ত গ্রামের প্রায় ৩০/৩৫টিরও বেশি গরু বিক্রি করেছেন ভুক্তভোগীরা। বাদশা হোসেনের দুটি, মন্টু একটি, জহুরুল একটি, মিনার একটি, আনোয়ার দুটি, হাফিজ তিনটি, মুকুল দুটি, মিজান জামাই একটিসহ আরও অনেকে বিক্রি করেছেন পাশাপাশি অনেকে বিক্রির প্রস্তুতি নিয়েছেন বলে জানায় এলাকাবাসী। বাসুদেবপুর গ্রামের বাদশা হোসেন জানান, তার গরুসহ গ্রামের এ পর্যন্ত ২৮টি গরুর মৃত্যুর ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার তিন মাসের বাছুর রেখে মারা যায় তার একটি গাভী গরু। আতঙ্কে তিনি বাকি দুটি গরু বিক্রি করেছেন। এখন তার গরু শূন্য গোয়ালে মাতৃহারা তিন মাসের বাছুরটি।

সর্বশেষ খবর