বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

গাংনী পোস্ট অফিস থেকে গ্রাহকের টাকা গায়েব

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলা পোস্ট আফিস থেকে সঞ্চয়ের ৩ লাখ টাকা উধাও হয়ে গেছে বলে অভিযোগ করেছে মনোয়ারা খাতুন নামে এক মুক্তিযোদ্ধার স্ত্রী। তবে গাংনী উপজেলা পোস্ট মাস্টার নজরুল ইসলামের দাবি মনোয়ারা খাতুনের আত্মীয় সে টাকা উত্তোলন করে নিয়ে গেছে। মনোয়ারা খাতুন জানায়, বিগত ২০১৭ সালের জুলাইয়ে গাংনী উপজেলা পোস্ট অফিসে ৮ লাখ টাকার পারিবারিক সঞ্চয় বীমা খোলেন। লাখ প্রতি ৯১২ টাকা মাসিক মুনাফা উত্তোলন করার কথা থাকলেও তিনি কোনো টাকাই উত্তোলন করেননি। কয়েক দিন আগে তিনি পোস্ট অফিসে খোঁজ নিয়ে জানতে পারেন তার হিসাব নম্বর থেকে ২ লাখ ৯০ হাজার টাকা গায়েব হয়ে গেছে। টাকা গায়েবের বিষয়ে জানতে চাইলে গড়িমসি করেন পোস্ট মাস্টার।

অবশেষে তিনি কুপনের মাধ্যমে মনোয়ারা খাতুনের নাতি ডিউক হোসেন এ টাকা উত্তোলন করেছে বলে জানান। তার কোনো প্রমাণ দেখাতে পারেননি পোস্ট মাস্টার নজরুল ইসলাম। ডিউক হোসেন বিষয়টি অস্বীকার করে বলেন, তিনি নানির সঞ্চয় পত্রের নমিনি নন। টাকা উত্তোলনের বিষয়টি তিনি জানেন না। তিনি বলেন, আমি টাকা উত্তোলনের প্রমাণ দেখতে চাইলে তার কোনো প্রমাণ দেখাতে পারেননি। মনোয়ারা খাতুন আরও বলেন, আমি সর্বশেষ গতকাল ৭ ডিসেম্বর পোস্ট অফিসে গিয়েছিলাম। আমাকে পাত্তা দেয়নি।

সর্বশেষ খবর