বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

পঞ্চগড় দেশের প্রথম ফিস্টুলামুক্ত জেলা

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়কে প্রসবজনিত রোগ ফিস্টুলামুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। ফিস্টুলামুক্ত জেলা হিসেবে বাংলাদেশের প্রথম জেলা। বুধবার দুপুরে পঞ্চগড় সিভিল সার্জন অফিস চত্বরে জাতিসংঘ জনসংখ্যা তহবিল, জেলা স্বাস্থ্য বিভাগ ও দিনাজপুরের পাবর্তীপুরে ল্যাম্ব হাসপাতাল যৌথভাবে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। স্বাস্থ্য অধিদফতরের রংপুর বিভাগের পরিচালক ড. আবু মো. জাকিরুল ইসলাম এই ঘোষণা দেন। সিভিল সার্জন ডা. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহান, অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম প্রমুখ।

 

 

 

সর্বশেষ খবর