বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

সৌদি প্রবাসী নবীনের লাশের অপেক্ষায় স্বজনরা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের নাগরপুরে সৌদি প্রবাসী নবীনের (২৬) রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি হত্যা। নবীনের লাশ ফেরত পেতে স্বজনদের আর্তনাদ। নবীন উপজেলার মামুদনগর ইউনিয়নের চামটা গ্রামের পরশ আলীর ছেলে। সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনতে নবীন ২ বছর ৮ মাস আগে সৌদি আরবের জেদ্দায় পাড়ি জমান। ২৯ নভেম্বর তার মৃত্যুর সংবাদ আসে। নবীনের মৃত্যুর খবরে পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের উপার্জনক্ষম বড় ছেলেকে হারানোর শোকে বাকরুদ্ধ বাবা-মা। তিন বছরের অবুঝ শিশুকন্যাকে কোলে নিয়ে শোকে পাথর হয়ে গেছেন নবীনের স্ত্রী। পরিবার সূত্রে জানান যায়, ২০১৯ সালে বলদিয়া ভিসায় সৌদি আরবের জেদ্দায় সিডার গ্রুপ কোম্পানিতে যোগদান করেন নবীন। ২ বছর ৮ মাস কাজ করার পর সেখান থেকে একই এলাকার পান্নু মিয়ার ছেলে সৌদি প্রবাসী মো. বাবুল মিয়া (৩৫) অধিক বেতনের লোভ দেখিয়ে নভেম্বর মাসের ২৩ তারিখে জেদ্দা থেকে রিয়াদে নিয়ে আসেন। এরপর বাবুল মিয়াসহ কয়েকজন মিলে নবীনকে বিভিন্নভাবে ভয়-ভীতি দেখায়। বিষয়টি নবীন ফোন করে তার পরিবারকে জানায়। এদিকে বাবুল নবীনের পরিবারের কাছে ২ লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। নবীনের অসহায় পিতা পরশ আলী নিরুপায় হয়ে ধারদেনা করে বাবুলের পিতা পান্নুর কাছে ৮০ হাজার টাকা দিয়ে তার ছেলেকে আগের জায়গায় ফিরিয়ে দিতে অনুরোধ করেন। বাবুল বাকি ২ লাখ টাকার জন্য পরশ আলীকে চাপ দিতে থাকেন। এলাকাবাসী জানান, বাবুল তার পিতা পান্নুর মাধ্যমে ২ লাখ ৮০ হাজার টাকা চান।

সর্বশেষ খবর