শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

পঞ্চগড়ে আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও জমি দখলের চেষ্টা

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলার আরাজী পীর মাহমুদ বেদবাড়ি এলাকায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এক মহিলার জমি জবর-দখলের চেষ্টা করছে একটি চক্র। এর আগে ওই জমিতে লাগানো বেশ কিছু ইউক্লিপ্টাস গাছও কেটে ফেলেছে তারা। এ ব্যাপারে জমির মালিক জিন্নাতুন নাহার বোদা থানায় মামলা করেছেন। অভিযোগ ও মামলা সূত্রে জানা গেছে, জিন্নাতুন নাহার ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত আরাজী মামুদপুর মৌজার কয়েকটি দাগে নিজের তিনজন মামার কাছ থেকে ৪ একর ৫১ শতক জমি কেনেন।   বাটোয়ারা মামলার রায়ে পজিশনসহ আদালত জিন্নাতুন নাহারকে জমি বুঝিয়ে দেয়। গত ২৪ নভেম্বর ওই গ্রামের রফিকুল ইসলামের নেতৃত্বে বেশ কয়েক ব্যক্তি জমির ইউক্লিপ্টাস গাছ কাটতে শুরু করেন। তারা নিজেদের ওই জমির মালিক দাবি করেন। এ ঘটনায় ওইদিনই জিন্নাতুন নাহার বোদা থানায় মামলা করেন। গত ৫ ডিসেম্বর জিন্নাতুন নাহার নিরাপত্তার জন্য পুরো জমি এবং প্লাস্টিকের বেড়া এবং সিমেন্টের খুঁটি দিয়ে ঘিরে ফেলে। জিন্নাতুন নাহার জানান, আসামিরা ভুয়া দলিল দেখিয়ে জমির মালিকানা দাবি করছেন। মামলার আসামি আনিছুর রহমান বলেন, রেকর্ড সূত্রে ওই জমির দুই আনা অংশের মালিক আমরা। জোর করে জিন্নাতুন নাহার দখল করেছেন।

সর্বশেষ খবর