সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

বিভিন্ন স্থানে আরও নয়জন নিহত

প্রতিদিন ডেস্ক

সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম, বগুড়া, ময়মনসিংহ, ফরিদপুর, হবিগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ আরও ১১ জন নিহত হয়েছেন। শনিবার রাত থেকে রবিবার বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- রাজশাহী : শনিবার রাতে মোটরসাইকেলে চড়ে হাসপাতালে সদ্য প্রসব করা ছেলেকে দেখতে যাচ্ছিলেন ইব্রাহিম ও আবদুস সালাম। পথে গোদাগাড়ী উপজেলার বিজয়নগর মোড়ে অজ্ঞাত গাড়ির চাপায় তাদের মৃত্যু হয়। একই দিন সন্ধ্যার পর পারভেজ তাঁর মোটরসাইকেলে স্ত্রী সুবর্ণা খাতুন ও ভাগনি রাইসাকে নিয়ে যাচ্ছিলেন। আলীগঞ্জ এলাকায় একটি ট্রাকচাপায় ঘটনাস্থলেই পারভেজ নিহত হন। চট্টগ্রাম : নগরীর ষোলশহর বেবি সুপার মার্কেটের সামনে শনিবার রাতে রাস্তা পারাপারের সময় লেগুনার ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। বগুড়া : সকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাকচাপায় আবতাব হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ময়মনসিংহ : ত্রিশালে ট্রাক চাপায় সিএনজিযাত্রী অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার বিকালে উপজেলার লেকেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুর : সালথা উপজেলায় আটঘর ইউনিয়নের নাওড়াকান্দী এলাকায় সকালে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আলমগীর হোসেন নামে এক চালক নিহত হয়েছেন। হবিগঞ্জ : বাহুবল উপজেলায় ট্রাকচাপায় আকিব মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার মৌরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া এলাকায় শনিবার রাতে ট্রাকচাপায় সজিব বিশ্বাস নামে মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়েছে।  কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ-ভৈরব সড়কের গজারিয়া এলাকায় গতকাল ভোরে ট্রাকচাপায় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ : শিবগঞ্জ পৌরসভার পিঠালীতলা এলাকায় সকালে ট্রলি থেকে পড়ে আমিনুল ইসলাম  নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর