সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

মহাসড়কের পাশে ভাগাড় পরিবেশ দূষণ, স্বাস্থ্যঝুঁকি

কুষ্টিয়া প্রতিনিধি

মহাসড়কের পাশে ভাগাড় পরিবেশ দূষণ, স্বাস্থ্যঝুঁকি

কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের পাশে প্রতিদিনই ফেলা হচ্ছে পৌরসভার ময়লা-আবর্জনা। পথচারী ও যানবাহনের যাত্রীদের দুর্গন্ধ সহ্য করে ওই এলাকা পার হতে হচ্ছে। গুরুত্বপূর্ণ এ আঞ্চলিক মহাসড়কের মন্ডল তেল পাম্প থেকে মোলাতেঘরিয়া মোড়ের মাঝখানে কয়েকটি স্থানে নিয়মিত ময়লা ফেলা হচ্ছে। সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষ এসব বর্জ্য অপসারণে কোনো ভূমিকাই রাখছে না। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন এ মহাসড়ক দিয়ে বিভিন্ন অঞ্চলে হাজার হাজার যানবাহন চলাচল করে। অথচ সড়কের এ অংশ আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা ছাড়াও মহাসড়ক দিয়ে শিক্ষার্থী, দিনমজুর, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন পেশার মানুষ যাতায়াত করেন। দুর্গন্ধে প্রতিদিনই বিড়ম্বনার শিকার হতে হয় তাদের। অনেকে নাচ চেপে ময়লার স্থান পার হন। সরেজমিন দেখা যায়, মহাসড়কের মন্ডল তেল পাম্প থেকে মোলাতেঘরিয়া মোড়ের মাঝখানে কয়েকটি অংশে ময়লা-আবর্জনা রয়েছে। সড়কের পাশের এলাকাজুড়ে এখন বর্জ্যরে স্তূপ। এতে পরিবেশ দূষণের পাশাপাশি এলাকার সৌন্দর্যও বিনষ্ট হচ্ছে বলে দাবি স্থানীয়দের। দ্রুত ময়লা অপসারণের দাবি জানিয়েছেন তারা। মোলাতেঘরিয়ার সাগর বলেন, ‘আমার বাড়ি এই এলাকায়। প্রতিদিনই দুর্গন্ধ সহ্য করে পথ চলতে হয়। বছরের পর বছর এমন অবস্থা চললেও আবর্জনা অপসারণে কোনো ব্যবস্থা নিচ্ছে না। পথচারী মেহেদী মাসুদ জানান, গুরুত্বপূর্ণ একটি মহাসড়কের পাশে আবর্জনা ফেলে এমন নোংরা পরিবেশ তৈরি করা মেনে নেওয়া যায় না। বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্য এখানে ফেলা হচ্ছে। কলেজছাত্রী আনিকা বলেন, এই এলাকা দিয়ে চলার সময় দুর্গন্ধে নাক-মুখ রুমাল দিয়ে ঢেকে রাখতে হয়। বর্ষা মৌসুমে বৃষ্টি হলে এসব বর্জ্য মূল সড়কেও চলে আসে। পুরো সড়ক তখন আবর্জনার ভাগাড় হয়ে যায়। ময়লা-আবর্জনা থেকে জীবাণু ছড়াচ্ছে। মশা-মাছি পোকামাকড় জন্ম নিচ্ছে এখান থেকে। কুষ্টিয়া জেলা নাগরিক কমিটির সভাপতি রফিকুল আলম টুকু বলেন, বিষয়টি নিয়ে বহুবার বসেছি কিন্তু কাজ হয়নি। ওই এলাকায় দ্রুত পরিচ্ছন্নতা অভিযান চালানো উচিত। কুষ্টিয়ার পৌর মেয়র আনোয়ার আলী বলেন, এখানের ময়লা অপসারণে পৌরসভার কোনো দায়িত্ব নেই।

সর্বশেষ খবর