সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

আমদানিতে পিঁয়াজের দাম কমল

দিনাজপুর ও হিলি প্রতিনিধি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে এক দিনেই আমদানি হলো ৯১৫ টন পিঁয়াজ। পিঁয়াজের আমদানি বাড়ার ফলে পাইকারিতে কেজি প্রতি দাম কমল ২ থেকে ৩ টাকা। দুই দিন আগেও বন্দরে প্রতি কেজি পিঁয়াজ ৩৪ থেকে ৩৫ টাকা  বিক্রি হয়েছে। গতকাল থেকে কমে ৩২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে পিঁয়াজের দাম কমার ফলে কিছুটা সুবিধা হয়েছে পিঁয়াজ কিনতে আসা পাইকারসহ নিম্ন আয়ের মানুষজনের। হিলি স্থলবন্দরের পিঁয়াজ ব্যবসায়ী সবুজ হোসেন বলেন, ভারতে টানা বৃষ্টিপাতের কারণে নতুন পিঁয়াজ উঠাতে বিঘ্ন ঘটেছে। সেই সঙ্গে পিঁয়াজের উৎপাদন ব্যাহত হয়েছে। পিঁয়াজের মান খারাপ হয়েছে। এসব কারণে ভারতের বাজারেই পিঁয়াজের সরবরাহ কম থাকার কারণে দাম বাড়তির দিকে রয়েছে। শনিবার বন্দর দিয়ে বাড়তি পিঁয়াজ আমদানি হয়েছে। সেই সঙ্গে পিঁয়াজের দাম বাড়ার কারণে মোকামগুলোতে পিঁয়াজের চাহিদা কিছুটা কমেছে যার কারণে ক্রেতা সংকট দেখা দিয়েছে। এতে করে চাহিদার তুলনায় পিঁয়াজের সরবরাহ বাড়ায় পিঁয়াজের দাম কমতে শুরু করেছে। স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে আমদানি বেড়েছে।

সর্বশেষ খবর