শিরোনাম
মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

বাঘের চামড়াসহ দুই পাচারকারী গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী বাজার এলাকায় র‌্যাব সদস্যরা সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের চামড়া কেনাবেচা চক্রের দুই সদস্য গ্রেফতার করেছে। এ সময় উদ্ধার হয়েছে একটি বাঘের চামড়া। বন্যপ্রাণী পাচারকারী চক্রের গ্রেফতারকৃতরা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের কোরেশ মাহমুদের ছেলে আজিজুর রহমান ও একই জেলার সোনাডাঙ্গা গ্রামীণ আবাসিকের (গামা সড়ক) জামাল খানের ছেলে সাইদ খান। র‌্যাব-৬ জানায়, সুন্দরবন থেকে রয়েল বেঙ্গল টাইগার হত্যা করে অবৈধভাবে আহরিত চামড়া বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী বাজার এলাকায় বেচাকেনা হবে- এমন সংবাদের ভিত্তিতে রবিবার র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় বন্যপ্রাণী পাচারকারী চক্রের দুই সদস্য র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে আজিজুর রহমান ও সাইদ খান নামে দুজনকে গ্রেফতার করে। উদ্ধার করা হয় একটি রয়েল বেঙ্গল টাইগারের চামড়া। রয়েল বেঙ্গল টাইগারের চামড়াসহ বন্যপ্রাণী পাচারকারী চক্রের দুই সদস্যের নামে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়।

সর্বশেষ খবর