মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

স্বতন্ত্র পরিচয়ে ৬ ইউপিতে বিএনপি ও জামায়াতের ১৭ প্রার্থী

দিনাজপুর প্রতিনিধি

স্বতন্ত্র পরিচয়ে ৬ ইউপিতে বিএনপি ও জামায়াতের ১৭ প্রার্থী

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে দিনাজপুরের খানসামার ৬টি ইউপির একটি ইউপিতে চেয়ারম্যান পদে চাচা-ভাতিজার প্রতিদ্বন্দ্বিতা সবার নজর কেড়েছে। অপরদিকে, বিএনপি-জামায়াত দলীয় প্রতীকে নির্বাচনে অংশ না নিলেও স্বতন্ত্র পরিচয়ে মাঠে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন দলটির ১৭ নেতা। খানসামার গোয়ালডিহি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে চাচা-ভাতিজার লড়াই ভোটারদের দৃষ্টি কেড়েছে। ভোটাররা চাচা-ভাতিজার মধ্যে কাকে বেছে নেবে এ নিয়ে ভোটারদের মধ্যে চলছে নানান আলোচনা। আপন বড় ভাইয়ের ছেলে ভাতিজা বর্তমান চেয়ারম্যান, আওয়ামী লীগের প্রার্থী মো. আইনুল হক শাহ (নৌকা) আর চাচা হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আলহাজ আব্বাস আরেফিন শাহ্ (ঘোড়া)। বিজয় ছিনিয়ে আনতে ভোটারদের দ্বারে দ্বারে চাচা-ভাতিজা দাপিয়ে বেড়াচ্ছেন নির্বাচনী ময়দান। চাচা আর ভাতিজাকে ঘিরে মানুষের মধ্যে চলছে ব্যাপক আলোচনা। বংশপরম্পরায় এ পরিবারের খানসামায় বেশ সুনাম রয়েছে। এই  গোয়ালডিহি ইউপিতে চেয়ারম্যান পদে চাচা-ভাতিজা ছাড়াও প্রার্থী হয়েছেন আরও ৫জন। অপরদিকে, বিভিন্ন সূত্র জানায়, ১নং আলোকঝাড়ি ইউপিতে প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা অ্যাডভোকেট আ স ম আতাউর রহমান ও আলোকঝাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ গোলাম কিবরিয়া জেহাদ। ২নং ভেড়ভেড়ী ইউপিতে প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির নুরল হক সরকার, ভেড়ভেড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মেহরাজুল হক সূফী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ভেড়ভেড়ী ইউনিয়ন বিএনপির রিয়াজুল ইসলাম বাবুল, বিএনপির মনছুর আলী। এছাড়াও জামায়াতের অঙ্গ সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সেক্রেটারি মো. এনামুল হক। ৩নং আঙ্গারপাড়া ইউপিতে বিএনপির সাবেক চেয়ারম্যান আ. জব্বার শাহ্ ও তাঁর ছোট ভাই অধ্যক্ষ শাহ মো. জামাল উদ্দিন প্রমুখ।

৪নং খামারপাড়া ইউপিতে উপজেলা বিএনপির সদস্য ও খামারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী সরকার ও উপজেলা বিএনপির সদস্য আবু বক্কর সিদ্দিক চৌধুরী। ৫নং ভাবকি ইউপিতে উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন ও বিএনপির সমর্থক খায়রুন নাহার আশা। ৬নং গোয়ালডিহি ইউপিতে উপজেলা বিএনপির সদস্য সাখাওয়াত হোসেন লিটন, বিএনপির সমর্থক আব্বাস আরেফিন শাহ্, আ. রহমান ইফতি ও রমজান আলী। খানসামার ইউপি নির্বাচনে বিএনপি প্রার্থীদের পক্ষে নেতা-কর্মীরা প্রচার-প্রচারণায় নামলেও উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, দলীয়ভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে না। তাই কাউকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। কেউ ব্যক্তিগতভাবে নির্বাচন করতেই পারেন। উল্লেখ্য, খানসামার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ৫ প্রার্থী ও জাপা মনোনীত ২ প্রার্থী ছাড়াও ২৬ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সাধারণ সদস্য পদে ২২০ জন এবং সংরক্ষিত পদে একজন তৃতীয় লিঙ্গের প্রার্থীসহ ৭৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চতুর্থ ধাপে খানসামার ৬ ইউনিয়ন পরিষদে আগামী ২৬ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর