বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

বসুন্ধরার কম্বল পেলেন তিন হাজার শীতার্ত মানুষ

নীলফামারী ও পঞ্চগড় প্রতিনিধি

বসুন্ধরার কম্বল পেলেন তিন হাজার শীতার্ত মানুষ

উত্তরের জেলা নীলফামারী এবং পঞ্চগড়ের ৩ হাজার ১০০ শীতার্ত মানুষ পেলেন বসুন্ধরার কম্বল। অসহায় এসব মানুষের হাতে গতকাল কম্বল তুলে দেন বসুন্ধরা গ্রুপের কালের কণ্ঠ পত্রিকার শুভ সংঘের সদস্যসহ অতিথিরা। করোনা সংকটের সময়ে খাদ্যসামগ্রীর পর এবার উত্তর বঙ্গের শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষ স্থানীয় শিল্প ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। জানা যায়, শুভ সংঘের সদস্যরা প্রথমে পঞ্চগড়ে বাড়ি বাড়ি গিয়ে দুস্থ মানুষের হাতে কম্বলের স্লিপ পৌঁছে দেন। গতকাল জেলার পাঁচ উপজেলার বিভিন্ন স্থানে স্লিপ পেয়েছেন এমন ২ হাজার লোকের হাতে কম্বল তুলে দেওয়া হয়। শুভ সংঘের আয়োজনে পঞ্চগড় চিনিকল উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দিপঙ্কর রায়, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম এবং কালের কণ্ঠ শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান। বসুন্ধরার কম্বল পেয়ে খুশি অসহায় মানুষ। তারা বলছেন, প্রচ- শীতে কষ্টে ছিলেন। অনেকের শীতের কাপড় কেনার সামর্থ্য নেই। কম্বল পেয়ে তাদের উপকার হয়েছে। তারা বসুন্ধরা গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য দোয়া করেছেন। সেই সঙ্গে শীর্ষ স্থানীয় এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এদিকে নীলফামারীতে গত মঙ্গলবার দিনব্যাপী শীতার্তদের মধ্যে ১ হাজার ১০০ কম্বল বিতরণ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৫০০, সৈয়দপুরে ৪০০ এবং ডোমারে ২০০ কম্বল বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে সদর উপজেলায় দুবাছরি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ। অংশ নেন নীলফামারী শুভ সংঘের সভাপতি অধ্যক্ষ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক কোমর উদ্দিন। একই দিন বিকাল ৩টায় পূর্ব খোকসাবাড়ী প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ করা হয়। বিকালে ডোমার উপজেলার খাটুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতার্তদের হাতে কম্বল হাতে তুলে দেন ইউএনও শাহিনা শবনম। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক আবু ফাত্তাহ কামাল পাখি, শুভ সংঘের সদস্য আনছারুল ইসলাম। শীতার্ত মানুষকে সহযোগিতা করায় বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানানো হয়।

সর্বশেষ খবর