শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ বিতরণ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ বিতরণ

উপজেলার দুর্গারামপুরে বসুন্ধরা গ্রুপের অর্থায়নে বসুন্ধরা ফাউন্ডেশন ৫৯তম সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণ করেছে। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ও বসুন্ধরা গ্রুপের ট্রেজারার ময়নাল হোসেন চৌধুরীর দিকনির্দেশনায় ৭ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে তিন ধাপে ৩০ লাখ টাকার ঋণ বিতরণ করেন ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা।

প্রথম ধাপে ৬৭ জন ১০ হাজার, দ্বিতীয় ধাপে ২৮ জন ১২ হাজার ৫০০ এবং তৃতীয় ধাপে ১৩২ জন ১৫ হাজার টাকা করে ঋণ পেয়েছেন। এ ঋণ বিতরণের একমাত্র উদ্দেশ্য অসহায় মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা। এ ঋণ শুধু মহিলাদের মধ্যে বিতরণ করা হয়। হাঁস-মুরগি, গরু-ছাগল পালন, সবজি চাষসহ ৩২ প্রকার কাজে তারা এ অর্থ বিনিয়োগ করে লাভবান হচ্ছেন। ঋণের টাকা পেয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তাঁর সহধর্মিণী এবং পরিবারের সব সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন সুবিধাভোগীরা। ঋণ বিতরণকালে উপস্থিত ছিলেন বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মাইমুন কবির, ব্যবস্থাপক মোশাররফ হোসেন, সিনিয়র অফিসার আমির হোসেন আনোয়ার, মো. শাহজাহান, মুজিবুর রহমান, কবির হোসেন, আলমগীর হোসেন, শাহিন মিয়া, ওয়ালী উল্লাহ, মো. বাছির প্রমুখ। সফিরকান্দি গ্রামের নাছিমা বেগম বলেন, ‘এমন টাইমে টেহাগুলি পাইছি, যেগুলি দিয়া খেতের ইরি ধান লাগামো, আল্লার রহমতে খাওনের          অভাব থাকত না। বসুন্ধরার হগল মালিকগর লাইগা দোয়া করি আল্লায় যেন ভালো রাহে।’ উল্লেখ্য, ২০০৫ সাল থেকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সরাসরি তত্ত্বাবধানে নিয়মিত ঋণ দেওয়া হচ্ছে।               ঋণের পরিধি প্রথম দিকে শুধু বাঞ্ছারামপুরে সীমাবদ্ধ থাকলেও এখন পাশের উপজেলা হোমনা ও নবীনগরে বিস্তার লাভ করেছে। শুরুতে ৫ হাজার টাকা করে দিলেও বর্তমানে পরিমাণ বেড়েছে।

সর্বশেষ খবর