রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

জয়পুরহাটের ছনের তৈরি পণ্য যাচ্ছে বিদেশে

মো.শামীম কাদির, জয়পুরহাট

জয়পুরহাটের ছনের তৈরি পণ্য যাচ্ছে বিদেশে

অবহেলিত উপাদান ছন দিয়েও তৈরি করা যায় শৌখিন পণ্য। বাসা-বাড়ির সৌন্দর্যবর্ধন ছাড়াও এসব পণ্য ব্যবহার করা যায় ঝুড়ি, ফুলের টবসহ নানান প্রয়োজনীয় কাজে। এসব পণ্যের চাহিদাও রয়েছে  দেশে-বিদেশে। আর এ কাজ করে স্বাবলম্বী হয়ে উঠেছেন অনেক নারী। ছনের তৈরি নানা পণ্য তৈরি করে দেশ-বিদেশে বেশ সুনাম কুড়িয়েছে জয়পুরহাট সদর উপজেলার ‘মা হ্যান্ডিক্রাফটস’ নামের একটি প্রতিষ্ঠান। হেলকুন্ডা গ্রামের মাহবুব হোসেন তার  ছোট ভাইকে সঙ্গে নিয়ে ২০১৯ সালে গড়ে তোলেন এটি। চাহিদা ভালো থাকায় ভাগ্য বদলাচ্ছে গ্রামের অসচ্ছল কয়েকশ’ নারীর। সরেজমিনে সদর উপজেলার হেলকুন্ডা, পাইকপাড়া, বামনপুর, সগুনা, টুকুরমোড়, পারুলিয়া, হানাইল, পাঁচুর চক, মুজিবনগর, কেশবপুর, নতুনহাট, জলাটুল গ্রাম ঘুরে  দেখা যায়, প্রতিটি গ্রামেই একজন নারীকে সুপারভাইজার করে ১৫-২০ জনের টিম তৈরি করছেন নানান পণ্য। তাদের হাতে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন ছনের ঝুড়ি, ফুলদানি, ফুলের টব। জয়পুরহাট মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক সাবিনা সুলতানা জানান, ছনের তৈরি এসব পণ্য দেশ-বিদেশে যেমন কদর বাড়িয়েছে তেমনি অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে নারী।

সর্বশেষ খবর