রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

কৃষকদের ৬ কোটি টাকা প্রণোদনা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

রবি মৌসুমে বগুড়ায় বিভিন্ন ফসলের জন্য ২০২১-২২ অর্থবছরে প্রায় সাড়ে ৬ কোটি টাকার প্রণোদনা দেওয়ার কাজ চলছে। ১ লাখ ৫ হাজার কৃষক প্রণোদনার আওতায় এসেছেন। ১ লাখ ৫ হাজার বিঘা জমির জন্য দেওয়া হচ্ছে প্রণোদনা। একজন কৃষককে এক বিঘার জন্য এই প্রণোদনা দেওয়া হবে বলে জানান বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক এনামুল হক। জেলায় গমে এক বিঘা করে ১০ হাজার কৃষককে (১৫ কেজি বীজ ও ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি), ভুট্টা ১০ হাজার কৃষক (দুই কেজি বীজ ও ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি), সরিষার জন্য ১৩ হাজার কৃষককে ১৩ হাজার বিঘার জন্য (এক কেজি বীজ), সূর্যমুখী চাষে ২ হাজার কৃষককে ৭০০ গ্রাম বীজ, শীতকালীন পিঁয়াজে ১০০০ কৃষককে আধা কেজি বীজ, ৫০০ জনকে মসুর ডালের জন্য ৪ কেজি করে বীজ দেওয়া হয়েছে। এ ছাড়া রবি ফসল মুগডালের জন ৪ কেজি করে বীজ আগামী জানুয়ারি মাসে দেওয়া হবে। অর্থের অঙ্কে রবি ফসলের জন্য প্রায় ৩ কোটি ৯৫ লাখ ২৬ হাজার টাকার কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। এ ছাড়া ইতিমধ্যে জেলায় ৪৮ হাজার বিঘা হাইব্রিড বোরোর জন্য ২ কোটি ২১ লাখ ৭৬ হাজার টাকার বীজ ও সার বিতরণ কাজ সম্পন্ন করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।

সর্বশেষ খবর