রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে গার্মেন্টে হামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বিসিক শিল্পনগরীতে একটি গার্মেন্টে গতকাল হামলা চালিয়েছেন শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় আট শ্রমিক আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, ওই কারখানার ৪০ জন শ্রমিক ছাঁটাই করা হয়েছে। ছাঁটাই করা শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে শনিবার সকালে কারখানায় ইট পাটকেল নিক্ষেপ করে। ভিতরেও ভাঙচুর চালায় তারা। একপর্যায়ে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এতে সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফায় ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিকদের সঙ্গে বহিরাগত কিছু যুবক হামলা-সংঘর্ষে অংশ নেয়। এদের সিসি টিভি ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে।

 কারখানার কর্মকর্তা আবু জাফর জানান, হামলা-ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। ফতুল্লা মডেল থানার ওসি রাকিবুজ্জামান জানান, হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

সর্বশেষ খবর