মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

উগ্রবাদ প্রতিরোধে কর্মশালা

ফেনী প্রতিনিধি

ফেনীতে উগ্রবাদ প্রতিরোধে গণমাধ্যমকর্মী, সুশীল সমাজ ও ছাত্রসমাজের ভূমিকা নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের আয়োজনে ফেনী জেলা পুলিশ লাইনস সম্মেলনকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লার সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. তৌহিদুল ইসলাম বিপিএম বার। উপ-পুলিশ কমিশনার মো. তৌহিদুল ইসলাম বলেন, কেউ যাতে উগ্রবাদের জড়িয়ে না পড়ে সে জন্য সচেতনতা প্রক্রিয়া জোরদারসহ সামাজিক প্রতিরোধের মাধ্যমে মানুষকে সচেতন করা প্রয়োজন। যেহেতু পুলিশ অফিসাররা তাদের নিজ নিজ এলাকায় সার্বক্ষণিক নজরদারি করতে সক্ষম এবং এ সংক্রান্তে মামলার তদন্ত কর্মকর্তাও বটে, সেহেতু এসব কর্মকর্তাকে উগ্রবাদ দমনে স্পষ্ট ধারণা প্রদানসহ সচেতনতামূলক কর্মকান্ডের আওতায় আনা এই কর্মশালার মূল উদ্দেশ্য। এ সময় পুলিশ সুপার বলেন, বর্তমান সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নীতি ঘোষণা ও তা বাস্তবায়নে কঠোর নির্দেশনা প্রদান করেছে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে কিছু মানুষকে সহিংস উগ্রবাদ বা সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়ানো হয়ে থাকে। সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণের লক্ষ্যে পারিপার্শ্বিক ঘটনার পরিপ্রেক্ষিতে ধর্মীয় সঠিক ব্যাখ্যার মাধ্যমে এসব বিপথগামী মানুষের মানসিকতা পরিবর্তন করে সমাজের মূলধারায় ফিরিয়ে আনা সম্ভব। তাই এ ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সর্বশেষ খবর