মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ঝুঁকিপূর্ণ সেতুতে ফোনালাপে পারাপার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

ঝুঁকিপূর্ণ সেতুতে ফোনালাপে পারাপার

কালিয়াকৈর এলাকায় রয়েছে ঝুঁকিপূর্ণ বেইলি সেতু। এক প্রান্ত থেকে অপর প্রান্তে যানবাহন চলাচলে মোবাইল ফোনে যোগাযোগ করে পারাপার করতে হয়। ফলে ধামরাই-মাওনা আঞ্চলিক সড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় চাপাইর এলাকায় তুরাগ নদের ওপর নির্মিত বেইলি সেতুটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সেতুটির ধারণক্ষমতা পাঁচ টন থাকলেও অবাধে ওই সেতু দিয়ে ১৫ থেকে ২০ টন পর্যন্ত মালবাহী যানবাহন চলাচল করছে। এতে প্রায়ই বেইলি সেতুর বিভিন্ন অংশের স্ল্যাব ভেঙে যাচ্ছে। এসব কারণে যানবাহন ও স্থানীয় লোকজনদের চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে সরু ওই সেতুর যানজটের নাজেহাল থেকে রক্ষা পেতে দুই পাশে দুজন প্রহরি ফোন কলের মাধ্যমে যানবাহন পারাপারের সিগন্যালের কাজ করছেন। সরেজমিন দেখা যায়, সম্প্রতি ঢাকার ধামরাই থেকে গাজীপুরের মাওনা পর্যন্ত সড়কটি নতুন করে সংস্কার করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। দীর্ঘ এ সড়কে নদী ও খালগুলোতে পুরাতন সেতুগুলোর পরিবর্তে নতুন করে আধুনিক সেতু নির্মাণ কাজও সম্পন্ন করেছে সওজ। তবে উপজেলার চাপাইর এলাকায় তুরাগ নদের ওপর পুরাতন সরু বেইলি সেতুটি ভোগান্তি বাড়িয়ে তুলেছে পুরো সড়কের। কয়েকটি এলাকার যোগাযোগের প্রধান সড়ক হওয়ায় এ সড়কে প্রচুর যানবাহনের চলাচল। তবে এই একটি মাত্র স্থানেই দিনের পর দিন যানজটে পড়ে থাকতে হচ্ছে। যানজটের ভোগান্তি কমাতে সেতুর দুই পাশে দুজন প্রহরী রেখেছে উপজেলা প্রশাসন। দুই পাশ থেকে ফোন কলের মাধ্যমে যানবাহন পারাপারের সিগন্যাল প্রদান করা হচ্ছে। তবুও যেন দুর্ভোগের শেষ হচ্ছে না। কাভার্ডভ্যান চালক শরীফ হোসেন জানান, বেইলি সেতুটি দিন দিন চরম ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন স্থানে স্ল্যাব ভেঙে যায়। ভাঙা অংশ মেরামত করা হলেও ঝুঁকি থেকেই যায়। সিএনজিচালক ইসমাইল জানান, প্যাসেঞ্জার উঠিয়ে গাড়ি নিয়ে যখন সেতুতে উঠি তখন অনেক ভয়ে থাকি। কখন জানি দুর্ঘটনা ঘটে যায়। আমরা সরকারের কাছে দাবি জানাই এখানে নতুন সেতু তাড়াতাড়ি তৈরি করে দিতে। জানা যায়, পুরাতন এই সেতুর পাশ দিয়ে গত এক বছর আগে চাপাইর সেতু নির্মাণ কাজ চালু করেছে সড়ক ও জনপথ বিভাগ। তবে সেতুর পিলারের তলদেশের কাজ শেষ হলেও বর্তমানে খুঁড়িয়ে খুঁড়িয়ে সেতুটির কাজ চলছে। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. রাশেদ হাসান জানান, তুরাগ নদের ওপর বেইলি সেতুটিতে ত্রুটি দেখামাত্রই মেরামত করে দেওয়া হয়। তবে অধিক ধারণক্ষমতা ও পরিবহন চলাচলের কারণে সেতুতে বিভিন্ন সময় সমস্যা হচ্ছে। এ ছাড়া সেতুর কাজ এগিয়ে চলছে। প্রকল্পের মেয়াদের সময়সীমার মধ্যেই কাজ সম্পন্ন করতে ঠিকাদারি প্রতিষ্ঠান তৎপর রয়েছে।

সর্বশেষ খবর