বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

বাঁশের সাঁকোই ভরসা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

বাঁশের সাঁকোই ভরসা

ঢাকার ধামরাই উপজেলার ১০ গ্রামের বাসিন্দাদের ভরসা বাঁশের সাঁকো। উপজেলার ধলেশ্বরী নদীর ওপর একটি সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছে ধামরাইয়ের রোয়াইল ও পার্শ¦বর্তী সিংগাইর উপজেলার ধল্লাসহ কয়েকটি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ। সারা বছরই ঝুঁকি নিয়ে স্থানীয় বাসিন্দারা বাঁশের সাঁকো ও বর্ষায় খেয়া নৌকায় পার হয়ে সাভার ও সিংগাইর উপজেলা সদরসহ রাজধানী ঢাকায় যেতে হচ্ছে। ধলেশ্বরী নদীতে একটি সেতু নির্মাণের জন্য স্থানীয় এলাকাবাসী দীর্ঘ ৫০ বছর ধরে দাবি জানিয়ে এলেও তা কার্যকর হচ্ছে না। ফলে অবহেলিত ধামরাই ও সিংগাইর উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষের দুর্ভোগের পাশাপাশি তাদের উৎপাদিত বিভিন্ন কৃষি পণ্য সাভারসহ ঢাকার বিভিন্ন বাজারে নিয়ে কেনাবেচা করতে পারছে না। বিভিন্ন সময় নির্বাচন এলে জনপ্রতিনিধিরা সেতু নির্মাণের আশ্বাস দিলেও কেউ বাস্তবায়ন করেনি। ভোগান্তি লাঘবে দ্রুত একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা। চর সুঙ্গর এলাকার ব্যবসায়ী সাইদুল ইসলাম, কৃষক শাহাদাত হোসেনসহ কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ধামরাই উপজেলার দক্ষিণাঞ্চল কুল্লা ও রোয়াইল ইউনিয়ন দুটি সাভার ও সিংগাইর সীমান্ত ঘেঁষা ধলেশ্বরী নদী দ্বারা বিভক্ত। এ নদীর ওপর স্বাধীনতার দীর্ঘ ৫০ বছরেও কোনো  সেতু গড়ে ওঠেনি। দুটি উপজেলার কয়েকটি ইউনিয়নের চর সুঙ্গর, মল্লিকপাড়া, দক্ষিণ খরারচর, বহুতকুল, মীরের চরসহ প্রায় ১০টি গ্রামের মানুষকে চরম কষ্টের মধ্য দিয়ে নদীর ওপর বাঁশের সাঁকো তৈরি করে ও খেয়া নৌকায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। অথচ তারা উপজেলা সদর, সাভার ও ঢাকায় যাতায়াতের জন্য প্রায় ২০ কিলোমিটার এলাকা ঘুরে যেতে হয়। ওইসব এলাকার কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য স্থানীয় কাঁচা বাজারে পানির দামে বিক্রি করতে বাধ্য হন। শুধু ধলেশ্বরী নদীর ওপর একটি সেতুর অভাবে তাদের এ দুর্ভোগের শেষ নেই। ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের নবনির্বাচিত ইউপি সদস্য আবদুর রহিম বিশ্বাস বলেন, চর সুঙ্গর ধলেশ্বরী নদীতে একটি সেতু নির্মিত হলে কয়েকটি ইউনিয়নের স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষকসহ লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম সামসুদ্দিন মিন্টু বলেন, চর সুঙ্গর ধলেশ্বরী নদীর ওপর একটি সেতু নির্মাণের জন্য স্থানীয় এমপি ও উপজেলা প্রকৌশলীকে প্রায়ই তাগাদা দিয়ে আসছি। সেতু নির্মাণের জন্য আমাকে আশ্বাসও দেওয়া হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর