শিরোনাম
শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

কুয়াকাটায় পর্যটকের ঢল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কুয়াকাটায় পর্যটকের ঢল

বইছে হিমেল হাওয়া। এর মধ্যেই বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের উন্মাদনা কলাপাড়া সমুদ্র সৈকতে। পর্যটকের পদচারণায় এখন মুখর সৈকত। সরকারি দুই দিনের ছুটিকে কেন্দ্র করে সৈকতে এসব পর্যটকের আগমন ঘটেছে। তাদের নিরাপত্তায় ট্যুরিস্ট, মহিপুর থানা পুলিশ দর্শনীয় জোনগুলোতে টহল অব্যাহত রেখেছে। স্থানীয়রা জানান, সৈকতের দর্শনীয় স্থানগুলোতে দর্শনার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো। পর্যটকের সমাগমে কিছু হোটেল-মোটেল ব্যবসায়ী অতিরিক্ত হোটেল রুম ভাড়াসহ খাবারের দামও বেশি  আদায় করছেন- এমন অভিযোগও রয়েছে। পর্যটক নাসরিন বলেন, এখানকার সবকিছুই আমাকে বিমোহিত করেছে। তবে মনে হয়েছে হোটেলের ভাড়াটা একটু বেশি। খাবারের গুণগত মান নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন। পর্যটক মৌসুমী আক্তার বলেন, দুই দিন আগে এখানে এসেছি। বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেছি। খুব ভালো লেগেছে। তবে দর্শনীয় স্থানে যাতায়াতের সড়কগুলো বেহাল। কুয়াকাটা সি-ট্যুর অ্যান্ড ট্রাভেলস’র ব্যবস্থাপক হোসাইন আমির বলেন, পায়রা সেতু উন্মুক্ত হওয়ার পর থেকেই কুয়াকাটায় পর্যটকের চাপ রয়েছে। আমরাও চেষ্টা করছি আগত পর্যটকদের সেবা দিতে। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক বলেন, সব পর্যটকের সার্বিক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর