শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা
৫০ বছর পর খাল পুনঃখনন

সুফল পাবেন ৫ হাজার কৃষক

চাঁদপুর প্রতিনিধি

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁদপুরের মতলবে তিন কিলোমিটার খাল পুনঃখনন শুরু করেছে। উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাড়ৈগাঁও মাঠে গতকাল পুনঃখনন কাজ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এইচ এম কবির আহমেদ। প্রকল্প শেষ হলে স্বাধীনতার ৫০ বছর পর পানি নিষ্কাশন সমস্যা দূর হবে ৫ হাজার কৃষকের। প্রধান অতিথি কবির আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে কৃষির বিপ্লব হয়েছে। তারই ধারাবাহিকতায় চাঁদপুর জেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পানি নিষ্কাশনের লক্ষ্যে খাল খনন কাজ শুরু হয়েছে। এতে এক ফসলি জমিগুলোতে একাধিক ফসল উৎপাদন করা সম্ভব হবে। আফিফ কামরুল আশরাফির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা রিজিয়নের নির্বাহী প্রকৌশলী নুর মোহাম্মদ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর