রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ভাঙনে ক্ষতিগ্রস্ত ৮৩ পরিবারকে সহায়তা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম সদর উপজেলার  পোড়ারচর গ্রামে নদী ভাঙনের শিকার ৮৩ পরিবারকে সহায়তা দিয়েছে জেলা ও সদর উপজেলা প্রশাসন। ২০ দিন ধরে খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়া এসব পরিবারের হাতে গতকাল খাবার ও শীতবস্ত্র তুলে দেন জেলা প্রশাসক  রেজাউল করিম। তাদের পুনর্বাসনের আশ্বাসও দেওয়া হয়। জানা যায়, ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙনে গত দুই মাসে পোড়ারচর গ্রামটির পঁচানব্বই ভাগ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এখন সামান্য বাকি জায়গায় ঘরবাড়ি সরিয়ে খোলা আকাশে আশ্রয় নেন অনেকেই।

সর্বশেষ খবর