মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

ষড়যন্ত্র করে আওয়ামী লীগের অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না : শামীম

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্র করে আওয়ামী লীগের অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না। এদেশের মানুষের একমাত্র আস্থার প্রতীক বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি ক্ষমতায় আছেন বলেই দেশ আজ উন্নয়নের মহাসড়কে। গতকাল শরীয়তপুরের সখিপুর থানার আট ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এর আগে নবনির্বাচিতরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আনোয়ার হোসেন বালা, মোজাম্মেল হক, কামরুজ্জামান মানিক,  শাহজালাল, মাহসিন হক আবু, ইউনুস মোল্যা, মাহবুব আলম প্রমুখ।        -শরীয়তপুর প্রতিনিধি

মুক্তিযোদ্ধাদের মিলনমেলা

বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে বসে বীর মুক্তিযোদ্ধাদের মিলন মেলা। উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোম বঙ্গবন্ধু বাজার এলাকার মুক্তিযোদ্ধা বন্ধন চত্বরে গতকাল পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে দিনব্যাপী চলে নানা আয়োজন। যুদ্ধের সময়ের স্মৃতিচারণ করেন গাজীপুর জেলা পরিষদ চেয়ারম্যান আখতারুজ্জমান, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আগা খান মিন্টু, সাবেক এমপি রওশন জাহান সাথী, ইঞ্জিনিয়ার মনির উদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধের সংগঠক কে বি এম মফিজুর রহমান খান প্রমুখ। কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা বন্ধন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন পাঠান। বিকালে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের সঞ্চালনায় বাংলাদেশ বেতারের সংগীতশিল্পীদের অংশগ্রহণে দেশের গান পরিবেশিত হয়।                 -গাজীপুর প্রতিনিধি

আশুলিয়ায় গর্তে শিশুর লাশ

ঢাকার আশুলিয়ায় ময়লা ফেলার গর্ত থেকে মোস্তাফিজুর রহমান (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আশুলিয়ার ভাদাইল পূর্বপাড়া এলাকা থেকে গতকাল সন্ধ্যায় লাশটি উদ্ধার করা হয়। মোস্তাফিজুর রহমান রাজশাহীর বাগমারা থানার গোবিন্দমারা গ্রামের আবু বক্করের ছেলে। বাবা-মায়ের সঙ্গে সে আশুলিয়া ভাড়া বাসায় থাকত। শিশুটির মা ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার (গতকাল) সকাল থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বিকালে বাড়ির পাশে ময়লা ফেলার গর্তে শিশুর জুতা দেখতে পাওয়া যায়। সন্দেহ হলে গর্তের পানি মেশিনের মাধ্যমে সরিয়ে দেখেন শিশুর মরদেহ। -সাভার প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর