মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

নির্মাণের দুই দিন পরই উঠে গেল সড়কের কার্পেটিং

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ধামরাইয়ে একটি সড়ক পাকাকরণের দুই দিন পর থেকেই উঠে যাচ্ছে কার্পেটিং। কাজ নিম্নমানের হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। ধামরাইয়ের টেটাইল থেকে খাগুটিয়া হয়ে মাদারপুর ডাকাতমারা পর্যন্ত দুই কিলোমিটার সড়কে ঘটেছে এমন ঘটনা। উপজেলা এলজিইডি প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়রা জানান, আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা এ সড়ক। কিন্তু কাজ হয়েছে খুবই নিম্নমানের। আমরা চাই সরকারি শিডিউল নিয়মানুসারে যেন কাজ করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক স্যান্টু মিয়া বলেন, কার্পেটিং কাজে কোনো অনিয়ম হয়নি। ওভার হিটের কারণে কার্পেটিং উঠে গেছে। দ্রুত তা রিপিয়ারিং করে দেব। উপজেলা এলজিইডির প্রকৌশলী আজিজুল হক জানান, সড়কের কাজে ঠিকাদার কোনো অনিয়ম করলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর