বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

মেহেরপুরে করোনার বুস্টার ডোজ

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে করোনার টিকার বুস্টার ডোজ উদ্বোধন করা হয়েছে।  মেহেরপুর  স্টেডিয়াম মাঠে  গতকাল জেলা প্রশাসক ড. মনসুর আলম খান   প্রথম ভ্যাকসিন গ্রহণ করে বুস্টার (তৃতীয়) ডোজের উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান বলেন, করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী যে সব বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন তার মধ্যে একটি টিকা।

তিনি আরো বলেন মেহেরপুর জেলায় টিকা গ্রহণের হার ৫০ ভাগেরও বেশি যেটা অত্যন্ত আশাব্যঞ্জক। জেলা প্রশাসক সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন বাকি যারা এখনো টিকা গ্রহণ করেননি, তাড়াতাড়ি টিকা গ্রহণ করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদল ইসলাম,

সিভিল সার্জন ডা: জহেরুল আনাম সিদ্দিকী, পিপি পল্লব ভট্টাচার্য, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার অলক কুমার দাস প্রমুখ।

স্বাস্থ্য বিভাগ পক্ষ থেকে জানানো হয়েছে আজ থেকে জেলায় ৬০বৎসরের ঊধ্বের সকল নাগরিককে বুস্টার ডোজ দেওয়া হবে। সেকেন্ড ডোজ  নেওয়ার ছয় মাস যাদের পূর্ণ হয়েছে তারা বুস্টার ডোজ  পাবেন ।

 

সর্বশেষ খবর