শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

গোপালভোগ আমের বিকল্প জাত উদ্ভাবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের আম মৌসুমই শুরু হয় গোপালভোগ দিয়ে। অনেকের কাছেই আমটি বেশ জনপ্রিয়। আক্ষেপের বিষয় গোপালভোগ আমটি বাজারে বেশি দিন পাওয়া যায় না। কারণ গোপালভোগ আমের ফলন হয় কম। বেশি ফলনের আম উদ্ভাবন নিয়ে কাজ শুরু করেন চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জমির উদ্দীন। তার দীর্ঘ গবেষণায় মিলেছে সুখবর। গোপালভোগের সঙ্গে বারি আম-১ এর ক্রস করে নতুন হাইব্রিড আম বারি ১৮ আম উদ্ভাবন করেছেন এ ফল বিজ্ঞানী। ইতিমধ্যে বারি আম ১৮ নামে নতুন হাইব্রিড আমের জাতটির নিবন্ধন প্রত্যায়নপত্র দিয়েছে কৃষি মন্ত্রণালয়ের জাতীয় বীজ বোর্ড।  মুক্তায়িত বারি আম ১৮-র বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে ড. জমির উদ্দীন বলেন, ল্যাংড়া ছাড়া অন্য কোনো আমে তেমন সুঘ্রাণ পাওয়া যায় না। তবে নতুন এ জাতে মিলেছে ল্যাংড়া আমের মতোই সুঘ্রাণ।

সর্বশেষ খবর