শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

ভোটের লড়াইয়ে বউ-শাশুড়ি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ভোটের লড়াইয়ে বউ-শাশুড়ি

সিলেটের কানাইঘাটে ইউপি নির্বাচনে একই ওয়ার্ডে ভোটযুদ্ধে নেমেছেন ছেলের বউ ও শাশুড়ি। পরিবারের সদস্যরাও বিভক্ত হয়ে দুজনের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। বউ-শাশুড়ির এই ভোটের লড়াই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। দুই প্রার্থী হচ্ছেন কানাইঘাট উপজেলার বড় চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামের আবুল কালামের স্ত্রী সুলতানা বেগম ও তাঁর শাশুড়ি হাওয়ারুন নেছা। দুজনই সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে প্রার্থী। তারা একই বাড়িতে বসবাস করেন। সুলতানা বেগম তালগাছ ও শাশুড়ি হাওয়ারুন নেছা পেয়েছেন মাইক প্রতীক। মায়ের পক্ষে প্রচারণায় নেমেছেন ছোট ছেলে। আর বউয়ের পক্ষে তার স্বামী ও শ্বশুর। বড় ছেলের দাবি ছোট ভাই আবদুল মজিদ তার কাছে টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় সে মাকে জোর করে প্রার্থী করেছে। ছোট ছেলের দাবি তার মা আগেও মহিলা ইউপি সদস্য ছিলেন। এলাকার লোকজন তাকে এবারও প্রার্থী করেছেন। তফশিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি বড় চতুল ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা। সংরক্ষিত ওই ওয়ার্ডে বউ-শাশুড়িসহ পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর