শনিবার, ১ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

তিন বছর পরিত্যক্ত কমিউনিটি ক্লিনিক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

তিন বছর পরিত্যক্ত কমিউনিটি ক্লিনিক

পাকশিমুল কমিউনিটি ক্লিনিক ভবন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল কমিউনিটি ক্লিনিক প্রায় তিন বছর ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ক্লিনিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) না থাকায় সেবাবঞ্চিত হচ্ছেন ওই এলাকার ৫ হাজারের বেশি সাধারণ মানুষ। সপ্তাহে দুই দিন স্বাস্থ্যকর্মীদের দিয়ে পাকশিমুল ইউনিয়ন পরিষদে নামমাত্র সেবা কার্যক্রম চলে। সরেজমিন দেখা গেছে, ক্লিনিকটি তালাবদ্ধ। জানালা সব চুরি হয়ে গেছে। ভিতরে ইঁদুর-ব্যাঙ বাসা বেঁধেছে। কক্ষগুলোতে জমে আছে মাটি ও ময়লা-আবর্জনার স্তূপ। দেখলে মনে হয় শত বছরের পরিত্যক্ত জরাজীর্ণ ভবন। স্থানীয় সূত্র জানায়, মূল ভবনটি পরিত্যক্ত হওয়ায় যথাযথ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। ক্লিনিকের ম্যানেজিং কমিটির বিরুদ্ধেও উঠেছে নানা অভিযোগ। গত চার-পাঁচ বছর কমিটির কোনো কর্মকা- নেই। পাকশিমুল গ্রামের বৃদ্ধা আসিয়া খাতুন বলেন, ‘আমরা গরিব মানুষ। টাকার অভাবে ওষুধ কিন্না খাইতে পারি না। কমিউনিটি হাসপাতাল থেইক্কা টেকা ছাড়া ওষুধ আনতাম। অনেক উপকার হইত। এক বছর ধইরা ডাক্তার নাই। ওষুধও পাই না।’ স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে অন্যান্য স্থানের মতো পাকশিমুল ইউনিয়নে ১৯৯৭ সালে ক্লিনিকটি নির্মাণ করা হয়। স্থানীয় ইউপি সদস্য ও ক্লিনিক ম্যানেজিং কমিটির সভাপতি মোতালেব মিয়া বলেন, কমিটির সদস্য মোট কতজন তা ভুলে গেছি।  ৪-৫ বছর ধরে কোনো মিটিং হয়নি। ক্লিনিকের অবস্থা এতই খারাপ যে এখানে বসে স্বাস্থ্যকর্মীরা সেবা দিতে পারেন না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নোমান মিয়া বলেন, কমিউনিটি ক্লিনিকটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠানো হয়েছে। শিগগিরই সেখানে নতুন ভবন করা হবে।

সর্বশেষ খবর