রবিবার, ২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

শেখ হাসিনার কল্যাণে প্রথম দিনই হাতে হাতে নতুন বই : ক্যাপ্টেন তাজ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কল্যাণে বছরের প্রথম দিনই নতুন বই হাতে পেয়েছে শিক্ষার্থীরা। স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির জনক শেখ মুজিবুর রহমান প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন। তার সুযোগ্য উত্তরসূরি প্রধানমস্ত্রী শেখ হাসিনা সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ক্রমে জাতীয়করণের মাধ্যমে সবার কাছে শিক্ষার সুযোগ প্রসারিত করেছেন। শেখ মুজিবুর রহমান স্বাধীনতা-পরবর্তী দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করার পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন গঠন করে ইসলামী শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কওমি মাদরাসার স্বীকৃতি দিয়েছেন। প্রতিটি বিদ্যালয় হবে আলোকিত মানুষ গড়ার কারখানা। ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বই বিতরণ অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগম, বাঞ্ছারামপুর পৌর মেয়র তফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর