রবিবার, ২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ‘ঠাটারি’ পেশা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ঐতিহ্যবাহী ক্ষুদ্র পেশা ‘ঠাটারি’ (তৈজসপত্র মেরামতকারী)। এক সময় কামার শিল্পের আদলে গড়ে ওঠা গৃহস্থালির নিত্যপ্রয়োজনীয় ব্যবহার্য জিনিসপত্র মেরামতের (ঠাটারি) কারিগরদের কদর ছিল ব্যাপক। কারিগররা গ্রামগঞ্জে ঘুরে টুংটাং শব্দে মেরামত করতের পুরনো হাঁড়ি, পাতিল, বালতি ও জগ। এ পেশায় সম্পৃক্ত থেকে অনেকে সংসার চালাতেন। এখন পুরনো তৈজসপত্র মেরামতের কারিগররা কাজ না থাকায় অনেকে এ পেশা ছেড়ে দিয়েছেন। এক সময় মানুষ টিনের প্লেট, পাতিল, হারিকেন, বাতিসহ বিভিন্ন পণ্য জোড়াতালি দিয়ে চালাতেন। অ্যালুমিনিয়ামের পাতিল, জগ বা টিনের বালতি নষ্ট হলে মেরামত করে নিতেন। হরেক রকম বালতি, সিসা সবই থাকত ঠাটারি শিল্পীদের কাছে। হাতুড়িসহ কিছু ভাঙা বালতি নিয়ে গ্রামে গ্রামে ঘুরতেন তারা। এখন সংসারের জিনিসপত্রের ধরন বদলেছে। ফলে ঠাটারি শিল্পীদের প্রয়োজনিয়তা কেউ অনুভব করে না। করলেও হাতের কাছে আর পাওয়া যায় না। কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মুশা হাজিপাড়া গ্রামের সিরাজুল ইসলাম বলেন, অন্য কাজও জানি না, বাধ্য হয়ে ৪০ বছর ধরে কোনোরকম এ পেশায় চলছে জীবিকা। হাট-বাজারসহ গ্রামে গ্রামে ঘুরে এসব মেরামত করি। এক সময় আয়-রোজগারও ভালো ছিল। এখন সবই স্মৃতি।

সর্বশেষ খবর