রবিবার, ২ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সংক্ষিপ্ত

শেখ হাসিনার নেতৃত্বেই জাতি ঐক্যবদ্ধ : এনামুল হক শামীম

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, বিএনপি জনবিচ্ছিন্ন এবং জনগণ বারবার প্রত্যাখ্যান করেছে। বিএনপিরই পায়ের তলায় মাটি নেই। এখন বিএনপি নেতারা লোক দেখানো জাতীয় ঐক্যের কথা বলছে। তাদের মুখে জাতীয় ঐক্যের কথা শোভা পায় না। কারণ, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বেই পুরো জাতি ঐক্যবদ্ধ। গতকাল সকালে উপমন্ত্রীর রত্নগর্ভা মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে সখিপুরের চরভাগায় আমেনা রওশন মাদরাসায় কম্বল বিতরণকালে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আবুল হাসেম মিয়া, মেজর জেনারেল এ কে এম আমিনুল হক স্বপন, শামীম আরা হক কাকলী প্রমুখ। -শরীয়তপুর প্রতিনিধি

অপপ্রচারের প্রতিবাদ কুমিল্লা উত্তর আওয়ামী লীগের

অপপ্রচারের প্রতিবাদে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ গতকাল বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, দেবিদ্বার উপজেলা শ্রমিক লীগের সভাপতি কাউছার হায়দার, উপজেলা আওয়ামী লীগের সদস্য লুৎফুর রহমান বাবুল প্রমুখ। তারা বলেন, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আলীর একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। ওই অডিও ক্লিপটি সুপার ইডিট করা হয়েছে। যারা অডিও বিকৃত করে প্রচার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা রাজনৈতিক ষড়যন্ত্র। রওশন আলী বলেন, আমার পুরো বক্তব্য শুনলে বুঝতে পারবেন কী বলেছি। কাকে উদ্দেশ করে বলেছি। এখানে কথোপকথনের অংশবিশেষ ভাইরাল করা হয়। উল্লেখ্য, কুমিল্লা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আলী এবং বিএনপি নেতা রুহুল আমিনের একটি ফোনালাপ ফাঁস হয়েছে। -কুমিল্লা প্রতিনিধি

বরিশালে করোনার বুস্টার ডোজ শুরু

খ্রিস্টীয় নতুন বছরের প্রথম দিন বরিশালে করোনা টিকার বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়েছে। এখন দেওয়া হচ্ছে সম্মুখ সারির যোদ্ধা এবং ষাটোর্ধ্বদের। পর্যায়ক্রমে অন্যদেরও বুস্টার জোড দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গতকাল নগরীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত জেলা স্টেডিয়ামে বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়। শেরেবাংলা মেডিকেলের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম প্রথম বুস্টার ডোজ গ্রহণ করেন। পরে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক আহমদসহ অন্যদের বুস্টার ডোজ দেওয়া হয়। বুস্টার ডোজে পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলে জানান শেবাচিম পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম। তিনি বলেন, ছয় মাস পর করোনা টিকার ইমিউনিটি কমতে থাকে। এই সময়ে বুস্টার ডোজ নিলে করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমবে। -নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ফকিরহাট দেশের প্রথম শতভাগ করোনা টিকা গ্রহণকারী উপজেলা

বাগেরহাটের ফকিরহাটকে দেশের প্রথম শতভাগ করোনা ভ্যাকসিন গ্রহণকারী উপজেলা ঘোষণা করা হয়েছে। ফকিরহাট উপজেলার বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অষ্টম বেতাগা দিবস অনুষ্ঠানে গত বৃহস্পতিবার স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া এ ঘোষণা দেন। বেতাগা ইউপি চেয়ারম্যান ইউনুস আলী শেখের সভাপতিত্বে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বেতাগা দিবস অনুষ্ঠানে অংশ নেন। সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া বলেন, দেশের প্রথম উপজেলা হিসেবে বাগেরহাটের ফকিরহাটকে শতভাগ টিকা গ্রহণকারী হিসেবে ঘোষণা করা হয়েছে। এ জন্য ফকিরহাট উপজেলার স্বাস্থ্য বিভাগ ও ফকিরহাটবাসীকে ধন্যবাদ জানান তিনি। ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন দাস বলেন, ফকিরহাটে টিকা গ্রহণের যোগ্য ১ লাখ ২৬ হাজার লোক রয়েছে। -বাগেরহাট প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর