সোমবার, ৩ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

শীতজনিত রোগের প্রকোপ

প্রতিদিন ডেস্ক

শীতজনিত রোগের প্রকোপ

সারা দেশে তাপমাত্রা কম থাকায় সর্বত্র তীব্র শীত পড়েছে। এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে জেলায় জেলায় বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। দেশের আবহাওয়া আংশিক মেঘলাসহ শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। গতকাল সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- সিলেট ও শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল ভোরে স্থানীয় আবহাওয়া অফিস এই তাপমাত্রা রেকর্ড করে। এদিকে তাপমাত্রা নেমে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। বিশেষ করে চা-বাগান অধ্যুষিত এ উপজেলার চা শ্রমিকরা পড়েছেন বেশি দুর্ভোগে। শীতের সঙ্গে শৈত্যপ্রবাহ চলতে থাকায় সকাল ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলে না। সারা দিনই ঠা-া হাওয়া বইতে থাকে। বিকাল থেকেই শীতের তীব্রতা বাড়তে থাকে। রাত বাড়ার সঙ্গে তীব্রতা আরও বেড়ে যায়। রংপুর : গতকাল রংপুরসহ আশপাশ এলাকার তাপমাত্রা ছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় তাপমাত্রা স্বাভাবিক সময়ের চেয়ে বেশি হওয়ার কারণ হিসেবে আবহাওয়া অফিস মনে করছে নদীতে জোয়ার এবং আকাশে মেঘ থাকার কারণে এমনটা হচ্ছে। মেঘ কেটে গেলে শীতের তীব্রতা বাড়বে। বাগেরহাট : জেলাজুড়ে মেঘলা আকাশ, ঘন কুয়াশা ও বাতাসে কনকনে শীত জেঁকে বসেছে। গতকাল সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, ফলে সূর্যেরও দেখা নেই। সেই সঙ্গে ঘন কুয়াশা ও বাতাসে শীতের প্রকোপ বেড়েছে। শীতে এখানকার জনজীবন জবুথবু হয়ে পড়েছে। ঘন কুয়াশায় মহাসড়কে যানবাহন ও লোক চলাচল অনেক কমে গেছে। মোংলা বন্দরের পশুর চ্যানেলে নৌযান চলাচল ও পণ্য পরিবহন বিঘ্নিত হচ্ছে। কুয়াশায় নদী ও সড়কপথে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বরিশাল : ক্রমেই তাপমাত্রা কমছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে ছিন্নমূল বস্তিবাসী আর নিম্ন আয়ের মানুষ পড়েছে দুর্ভোগে। গতকাল সূর্য্যরে দেখা মিলেছে বেলা ১২টার পর। দিনভর মেঘাচ্ছন্ন ছিলো আকাশ। বিকেল ৫টার পর মেঘ কেটে যায়। শীত জেঁকে বসায় বিপাকে পড়েছেন নদী বন্দর ও বাস টার্মিনালের ছিন্নমূল ভাসমান এবং বস্তিবাসীসহ নিম্ন আয়ের মানুষ। লালমনিরহাট : উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে গত তিন দিন থেকে রাতে ও সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের প্রকোপ। সারা দিন ঠা-া বাতাস আর তার সঙ্গে ঘন কুয়াশা তো রয়েছেই। ফলে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনকে। এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শীতজনিত রোগ। জেলার ৫টি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৭৮ জন রোগী ভর্তি হয়েছে বলে জানিয়েছেন সির্ভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়। নীলফামারী : উত্তরের হিমেল হাওয়ায় নীলফামারীতে বাড়িয়েছে শীতের তীব্রতা। এমন শীতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। বেলা ১১টা পর্যন্ত আকাশ ছিল কুয়াশাচ্ছন্ন। বৈরী আবহাওয়ায় আকাশে তেমন তাপ ছড়াতে পারেনি সূর্য।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর