সোমবার, ৩ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সংক্ষিপ্ত

শেখ হাসিনার সরকার দরিদ্র মানুষের সরকার : ক্যাপ্টেন তাজ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার সরকার দরিদ্র মানুষের সরকার। আওয়ামী লীগ সরকার সর্বদাই অসহায় হতদরিদ্র মানুষের পাশে ছিল থাকছে। বিএনপির নেতারা এসি রুমে বসে যখন সরকারের সমালোচনায় ব্যস্ত তখন আওয়ামী লীগের নেতা-কর্মীরা মাঠে-ময়দানে, পাড়া-মহল্লায়, খাদ্য-বস্ত্রের সহায়তা নিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছে। শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই আজ দেশে হাহাকার নেই। দেশের মানুষ স্বস্তিতে দিন কাটাচ্ছেন। গত শনিবার ছলিমাবাদ ইউনিয়ন পরিষদে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভাশীষ চাকমাসহ অন্যরা।                         -বাঞ্ছারামপুর প্রতিনিধি

 

একই স্থানে বিএনপি-যুবলীগের সমাবেশে, ১৪৪ ধারা জারি

কক্সবাজার শহরে একই জায়গায় বিএনপি ও যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ ভোর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত শহরের শহীদ মিনার ও আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান। জানা যায়, খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কক্সবাজার জেলা বিএনপি অফিসের সামনে সোমবার দুপুরে সমাবেশ ডাকে বিএনপি। একই সময় পার্শ্ববর্তী শহীদ মিনারের সামনে জেলা যুবলীগও সমাবেশের ডাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। সমাবেশে অংশ নিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ কেন্দ্রীয় নেতারা কক্সবাজারে পৌঁছেছেন বলে জানিয়েছে জেলা বিএনপি।          -কক্সবাজার প্রতিনিধি

 

স্বামী হত্যার বিচার চাইলেন স্ত্রী

গাজীপুরের টঙ্গী এরশাদ নগর এলাকায় র‌্যাবের পিটুনিতে আসাদুজ্জামান আসাদ নিহতের ঘটনায় দোষীদের বিচার চেয়েছেন তার স্ত্রী জেসমিন। গতকাল বিকালে স্বামীর দাফন শেষে সংবাদকর্মীদের মাধ্যমে তিনি বিচার চান। অন্যদিকে র‌্যাব-১ এর নায়েক সুবেদার হান্নান বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। মামলায় বলা হয়, শনিবার বিকালে এরশাদ নগর পাঁচ নম্বর ব্লক ছোট বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬০৩ পিস ইয়াবাসহ আসাদুজ্জামান আসাদকে আটক করে র‌্যাব। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পালানোর চেষ্টা করলে র‌্যাবের সঙ্গে ধস্তাধস্তিতে আসাদ আহত হন।

পরে তাকে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।      -টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর