সোমবার, ৩ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সাংবাদিককে পিটিয়ে জখম

চুয়াডাঙ্গা প্রতিনিধি

পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে আহসান আলম (৪৫) নামে এক সাংবাদিককে পিটিয়ে জখম করা হয়েছে। হাসপাতালে কর্মরত আউটসোর্সিং ওয়ার্ডবয় মো. রাসেল প্রকাশ্যে তাকে পিটিয়ে আহত করে। গতকাল সকালে এ হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে আহসান আলম বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেছেন। ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আহসান আলম স্থানীয় দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার স্টাফ রিপোর্টার। রবিবার ওই পত্রিকায় হাসপাতালের আউটসোর্সিং ওয়ার্ডবয় মো. রাসেলের অনৈতিক কর্মকান্ডের সংবাদ প্রকাশিত হয়। এতে অভিযুক্ত রাসেল সাংবাদিক আহসান আলমের ওপর ক্ষিপ্ত হয়। রবিবার সকালে আহসানকে হাসপাতাল চত্বরে দেখতে পেয়ে রাসেল প্রথমে গালিগালাজ পরে বাঁশ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। স্থানীয়রা আহত আহসানকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নেয়। সাংবাদিক আহসান আলম জানান, তাকে হত্যার উদ্দেশ্যেই অভিযুক্ত রাসেল তার ওপর হামলা করে। সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, সাংবাদিক আহসান আলমের শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে ভর্তি রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, হামলার ঘটনায় সাংবাদিক আহসান বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর