মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ পাঁচজন নিহত

প্রতিদিন ডেস্ক

সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ পাঁচজন নিহত

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া দিনাজপুরে ছিনতাই করে পালানোর সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ছিনতাইকারীসহ তিনজন আহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- বরিশাল : বানারীপাড়া উপজেলার রায়েরহাটে গতকাল সকালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা লেগে সাগর (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের চাচি ঝিলিক বেগম গুরুতর আহত হন। তাকে শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। নিহতের বাড়ি উপজেলার কাচাবালিয়া গ্রামে। টাঙ্গাইল : টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার হামিদপুরে রবিবার রাতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মোটরসাইকেলের ওপর পড়ে আবদুর রাজ্জাক (৪০) নামে এক আরোহী নিহত হয়েছেন। তার বাড়ি কালিহাতী উপজেলার উত্তর বেতডোবা গ্রামে। বাগেরহাট : মোল্লাহাট উপজেলার চাঁদেরহাট এলাকায় রবিবার রাতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে হৃদয় মোল্লা (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন মোটরসাইকেল চালক নিয়ামুল। নিহত হৃদয় গোপালগঞ্জ সদর উপজেলার নাজিম মোল্লার ছেলে। নরসিংদী : রায়পুরা উপজেলার সাপমারা বাজার  রেলক্রসিং এলাকায় সকালে ট্রাক ও ইজিবাইক সংঘর্ষে চিত্ত নিরঞ্জন (৬৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এতে ইজিবাইকচালক মোরশেদ ও যাত্রী মনোরঞ্জন দাস (৫০) আহত হন। মাগুরা : মহম্মদপুর-মাগুরা সড়কের শ্যামনগরে গতকাল বিকেলে ট্রাকচাপায় হান্নান শিকদার (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহত হান্নান মহম্মদপুর উপজেলা সদরের বাসিন্দা।  দিনাজপুর : ফুলবাড়ীর বাসুদেবপুর বড়বন্দর এলাকায় রবিবার রাতে ছিনতাই করে পালানোর সময় মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারী ও দুই ছিনতাইকারী আহত হয়েছেন। তারা হলেন- পথচারী ফুলবাড়ী পৌর এলাকার উত্তম কুমার এবং ছিনতাইকারী মিঠাপুকুরের ইব্রাহিম মন্ডল ও পীরগঞ্জের শাওন মিঞা। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর