মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

হিলি বন্দরে রাজস্ব বাড়াতে গণশুনানি

হিলি প্রতিনিধি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চলতি ২০২১-২০২২ অর্থবছরে আমদানি রপ্তানি বৃদ্ধিসহ রাজস্ব আহরণ বাড়াতে পরামর্শ গ্রহণ এবং বিদ্যমান সমস্যা নিরসনে বন্দরের আমদানি রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী, কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষকে নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। হিলি স্থল শুল্কস্টেশনের আয়োজনে গতকাল সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হিলি স্থলবন্দরের সম্মেলন কক্ষে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে বিরাজমান সমস্যাগুলো ও পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে ব্যবসায়ীদের যেসব সমস্যার সম্মুখীন হতে হয় সেগুলোর কথা তুলে ধরেন। সেই সঙ্গে বন্দরের যানজট, বন্দরের জায়গা অপ্রতুল, সরু ভাঙাচোরা সড়ক, আমদানিকৃত পণ্যের শুল্কায়নের ধীরগতি, কাস্টমস ও ব্যাংকের সার্ভারের সমস্যার কারণে পণ্য খালাসে বিলম্বের কথা তুলে ধরে এসবের সমাধান চান ব্যবসায়ীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর