মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

মেহেরপুর বিসিকে উদ্যোক্তারা লাঞ্ছিত

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর বিসিক শিল্পনগরীতে করোনা প্যাকেজের লোনের আবেদনের বিষয়ে খোঁজ খবর নিতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন ৩ শিল্প উদ্যোক্তা। এ সময় মেহেরপুর তাঁতী লীগের সহ সভাপতি মালেকুল ইসলাম টিটোনের নেতৃত্বে একটি বহিরাগত সন্ত্রাসী বাহিনী বিসিক এলাকায় ঢুকে উদ্যোক্তাদের  লাঞ্ছিত করেন। এ সময় এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান জনিসহ তিনকে লাঞ্ছিত করা হয়।

লাঞ্ছিত উদ্যোক্তারা হলেন, মেহেরপুর স্কোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের পরিচালক আবুল কালাম আজাদ, ভাই ভাই স্টিল গ্যালারির মো. ফিরোজ। গতকাল দুপুর ১২টার দিকে বিসিক শিল্প নগরীতে এ ঘটনা ঘটে। শিল্প উদ্যোক্তা স্কোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের পরিচালক আবুল কালাম আজাদ বলেন, করোনাকালীন সময়ের সরকারের শিল্প উদ্যোক্তাদের বিসিকের মাধ্যমে বিশেষ ঋণ দেওয়া চালু রয়েছে। সেই ঋণের আবেদনের বিষয়ে  আমিসহ ৪ জন উদ্যোক্তা খোঁজ নিতে গেলে আমাদের এখানকার কর্মকর্তারা প্রথমে ঘাড় ধরে বের করে দেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর