বুধবার, ৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

শ্লীলতাহানির অভিযোগ ভিপির বিরুদ্ধে

বাগেরহাট প্রতিনিধি

শ্লীলতাহানির অভিযোগ ভিপির বিরুদ্ধে

বাগেরহাট সরকারি পিসি কলেজ ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) সরদার ইয়াছির আরাফাত নোমান ও তার অনুসারীদের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানি ও মারপিট করার অভিযোগ উঠেছে। এসব ঘটনার বিচার দাবি ও জীবনের নিরাপত্তার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ওই শিক্ষার্থী। বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডেকে গতকাল তিনি এ অভিযোগ তোলেন। ভিপি সরদার ইয়াছির আরাফাত নোমান ওই ছাত্রীর স্বামীর বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানি ও মাদক বিক্রির অভিযোগ তুলে বলেন, এসব কারণে তাকে সাধারণ শিক্ষর্থীরা কলেজ ক্যাম্পাস থেকে বিতাড়ন করেছিল। এরপর তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে ক্যাম্পাসে এলে সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে পড়েন। আমি সেখানে ছিলাম না। বাগেরহাট মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, ছাত্রীর লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টির তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর