বুধবার, ৫ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

সংক্ষিপ্ত

শ্রমিক লীগের ফরিদপুর জেলা কমিটি নিয়ে উত্তেজনা

ফরিদপুর জেলা শ্রমিক লীগের নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে চলছে নানা বিতর্ক। বর্তমানে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে শ্রমিক লীগের নেতারা। দীর্ঘদিন পর জেলা শ্রমিক লীগ প্রকৃত শ্রমিক নেতাদের নিয়ে গঠিত হয়েছে এবং রাহুমুক্ত হয়েছে এমন দাবি করেছেন নবগঠিত কমিটির নেতারা। অন্যদিকে, আগের কমিটির নেতারা বর্তমান কমিটিকে অবৈধ আখ্যা দিয়ে বলেছেন, তারা এখনো শ্রমিক লীগের কমিটিতে রয়েছেন। জেলা শ্রমিক লীগের কমিটি নিয়ে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগের তীর ছুড়ছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি নুর কুতুব আলী মান্নান ও সাধারণ সম্পাদক কে এম আযম খসরু। আহ্বায়ক কমিটিতে বৈধ হিসেবে আখ্যা দিয়ে দলটির সাধারণ সম্পাদক আযম খসরু বলেছেন, নিয়মতান্ত্রিকভাবে এ কমিটি করা হয়েছে। যা বাতিলের কোনো এখতিয়ার ভারপ্রাপ্ত সভাপতির নেই। অন্যদিকে দলের ভারপ্রাপ্ত সভাপতি নুর কুতুব আলী মান্নান বলেছেন, সাধারণ সম্পাদক সম্পূর্ণ অগঠনতান্ত্রিক এবং একটি বৈধ কমিটি থাকা সত্ত্বেও কোনো প্রকার সাংগঠনিক সিদ্ধান্ত ছাড়া একক সিদ্ধান্তে পকেট কমিটি করা হয়েছে যার কোনো ভিত্তি নেই। কেন্দ্রীয় দুই নেতা এমন বক্তব্যে স্পষ্টতই দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে জেলা শ্রমিক লীগের নেতা-কর্মীরা। কমিটি নিয়ে পাল্টাপাল্টি অবস্থানের কারণে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে দলের নেতা-কর্মীদের মাঝে। এরই মধ্যে গত সোমবার দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন শ্রমিক লীগের আগের কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ জামাল। এ নিয়ে দুই পক্ষের মাঝে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জানা গেছে, একযুগ ধরে মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়েই চলছিল শ্রমিক লীগের কর্মকান্ড। এ কমিটির বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগের পাহাড় জমা পড়ে কেন্দ্রীয় কমিটিতে। কমিটির অনেক নেতাই ছিলেন যারা শ্রমিক সংশ্লিষ্ট কাজের সঙ্গে ছিলেন না।         -ফরিদপুর প্রতিনিধি

 

ট্রলারডুবিতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

কুমিল্লার মেঘনা উপজেলায় চারকাঁঠালিয়ায় ট্রলার ডুবির ঘটনায় তামান্না আক্তার (১০) নামে আরও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে ঘটনাস্থলের অদূরে শিশু তামান্নার লাশ পাওয়া যায়। তামান্নার বাবা শেখ ফরিদ জানান, তাদের বাড়ি ঢাকার ডেমরা এলাকায়। সোমবার নানুবাড়ি কুমিল্লার তিতাস এলাকায় যাচ্ছিল তার তিন মেয়ে ও তাদের নানু জুলেখা। পথিমধ্যে ট্রলার ডুবির ঘটনা ঘটে। তিন মেয়ে হারিয়ে শেখ ফরিদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি এখন কী নিয়ে বাঁচব। চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবু আবদুল্লাহ জানান, সোমবার ঘটনার সময় তিনজনের লাশ উদ্ধার করা হয়। আরেক শিশু নিখোঁজ ছিল। চাঁদপুর থেকে আসা একটি ডুবুরি দল সোমবার বিকাল ৪টা থেকে অভিযান শুরু করে। তবে তীব্র ঠান্ডা ও ব্যাপক কচুরিপানার কারণে রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার অভিযান বন্ধ করা হয়। মঙ্গলবার আবারও উদ্ধার অভিযান শুরু হয়। উল্লেখ্য, গত সোমবার  দুপুর ২টার দিকে কুমিল্লার মেঘনা উপজেলায় নদীতে ট্রলার ডুবে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।               -কুমিল্লা প্রতিনিধি

 

 

অস্ত্রসহ আটক তিন যুবককে ছেড়ে দেওয়ায় ওসি প্রত্যাহার

অস্ত্রসহ আটক তিন যুবককে ছেড়ে দেওয়ার ঘটনায় নির্বাচন কমিশনের নির্দেশে নোয়াখালীর সোনাইমুড়ী থানার ওসি তহিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম। একই সঙ্গে পুলিশ পরিদর্শক (ক্রাইম) হারুন-অর-রশিদকে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে বলেও জানান তিনি। গতকাল সন্ধ্যায় নির্বাচন কমিশনের উপসচিব (চলতি দায়িত্ব) মিজানুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রসঙ্গত, শুক্রবার দিবাগত রাতে উপজেলার বজরা এলাকা টহলে ছিলেন এএসআই গাজী সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ। এ সময় সন্দেহজনক ঘোরাঘুরি করায় তিন যুবককে আটক করা হয়। দেহতল্লাশিতে একটি অস্ত্র পাওয়া গেলে তাদের থানায় নিয়ে যায়। তবে ভোরে ছেড়ে দেয়।             -নোয়াখালী প্রতিনিধি

 

 

অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ

মাদারীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে প্রতিষ্ঠানের এক ছাত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্যাতনের শিকার ছাত্রী অধ্যক্ষের বিচার দাবিতে গতকাল মাদারীপুর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্র জানা যায়, ওই ছাত্রী কম্পিউটার অপারেশন ট্রেডের সপ্তম ব্যাচের নিয়মিত কোর্স সম্পন্ন করেছেন। তিনি গত সোমবার সনদ তুলতে গেলে কর্মকর্তা-কর্মচারীরা প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করান। সদন না পাওয়ার বিষয়টি অধ্যক্ষকে জানাতে গেলে তিনি ক্ষুব্ধ হয়ে মেয়েটিকে শারীরিক নির্যাতন চালান। অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওই ছাত্রী আমার রুমের দরজা ধাক্কাধাক্কি করতেছিল এবং পিয়নের কলার ধরছে। পরে আমি দুই নারী কর্মীকে দিয়ে ওরে বাইরে বের দিয়েছি। অভিযোগের বিষয়ে জানতে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের ব্যবহৃত সরকারি নম্বরে ফোন দিলে তিনি রিসিভ করেননি। মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি অ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন, একজন ছাত্রীর গায়ে হাত তোলা অবশ্যই অন্যায়।                 -মাদারীপুর প্রতিনিধি

অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৩

নরসিংদীতে র‌্যাবের পৃথক অভিযানে দুটি বিদেশি রিভলবার, ৭ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। শহরের ব্রাহ্মণপাড়া ও নাগরিয়াকান্দিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন কাউরিয়াপাড়ার হারুন মিয়ার ছেলে প্রিন্স আহমেদ, ঘোষপাড়ার মিন্টু মিয়ার ছেলে খায়রুল আহমেদ ও নাগরিয়াকান্দির হবিল মিয়ার ছেলে আসিফ মিয়া। গতকাল সন্ধ্যায় র‌্যাব-১১ নরসিংদীর কমান্ডার লেফটেন্যান্ট তৌহিদুল মবিন খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব-১১ জানায়, নরসিংদী জেলায় সংঘবদ্ধ সন্ত্রাসীরা নানা অপরাধকর্ম চালাচ্ছে। তাদের রুখতে র‌্যাব-১১ অভিযান জোরদার করেছে। এই র‌্যাব কর্মকর্তা জানান, এরা চিহ্নিত সন্ত্রাসী। দীর্ঘদিন আইন প্রয়োগকারী সংস্থার ধরাছোঁয়ার বাইরে ছিল। এদের বিরুদ্ধে অস্ত্র মামলা আছে।    -নরসিংদী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর